![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিন দেশি এক বেডির সাথে
হলো প্রথম পরিচয়,
বয়স তিন গুন হলেও
আমায় ডাকে ডিয়ার ফ্রেন্ড !
রাসিয়ান এক মিউজিয়ামে
করে নাকি চাকরি ,
শিক্ষা-জ্ঞান আছে বলেই
মনে হয় আরকি!
অনেক কিছু জানে-বুঝে
শান্তি নেই তবু মনে,
উপায়টা খুজতে গেলে
পড়ে স্বামীর গাড়ে।
ইদানিং নাকি সন্দেহ করে
ভালোবাসে না তাকে,
স্বামী-স্ত্রীর মধুর মিলনও
হয়না তা সে বলে!
সে নাকি এখন আর
নেই তেমন সুন্দর,
বুড়ি,নিতম্ব বেড়ে এখন
হয়ে গেছে বান্দর !
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৮
ফয়েজ উল্লাহ রবি বলেছেন:
চর্চা চলুক হবে নিশ্চয়।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
পদ্য সব কিছুর বাহন নয়, পদ্যের গুরুত্ব অনেক; পদ্যকে নিজের ভুবনে থাকতে দিলে, পদ্য অর্থবহ হবে।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২০
কাশফুল মন (আহমদ) বলেছেন: ধন্যবাদ ,দোয়া করবেন
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৬
সোহাগ সালেহ বলেছেন: এইটা কি কবিতা নাকি ফাজলামী?