![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুই এলো মেলো লাগছে ।কিছুতেই জীবনকে এগিয়ে নেওয়া যাচ্ছে না! বার বার স্বপ্ন দেখি বার বার সেই স্বপ্ন উড়াল দেয়।
স্বপ্ন দেখাটাও যদি এভাবে উড়াল দিত,জীবন টাও হয়তো আর থাকত না।
স্বপ্ন দেখি বলে জীবন কে সাজানোর স্বপ্ন ছাড়তে পারছি না। কত তুমি এলে আবার চলে গেলে কিন্তু দেখ আমি এখনও আছি আগের মত।
তুমি আসবে,তুমি যাবে। কিন্তু আমি কখনও যাবো না।
হয়তো গতি একটু থমকে দাড়াবে।
তবু আমি এগি যাব স্বপ্নের মনজিলে।
কারণ আমি স্বপ্ন দেখা শিখেছি। আমি হারিয়ে গেলেও স্বপ্ন আমাকে ছেড়ে যাবে না।
কারণ স্বপ্ন আছে বলেই,আমি এখনো নতুন করে তুমি কে
দেখতে পাচ্ছি। তুমি গুলা সব সময় আমাকে অনুপ্রেরণা যোগায়। নতুন তুমি আর পুরাতন তুমির মধ্যে একটু পার্থক্য আছে। তাতে কি ! আমি তো স্বপ্ন দেখেছি। কি ভাবে নতুন তুমি কে নিয়ে জীবন চলতে হয়। আমি তো সব শিখে ফেলেছি,কি ভাবে তুমি আমার নতুন স্বপ্ন হবে! তুমিই যেহেতু আমার জীবন কে ছাড়তে চাইছো না, সুতরাং আমিও তুমার পিছু ছাড়তে রাজি না। কারণ আমি বার বার স্বপ্ন দেখে,বার বার স্বপ্ন ভাঙ্গতে পারি।
এখন তুমি না হলেও আমি চলে যেতে পারি আমার মত করে।
২| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪১
কাশফুল মন (আহমদ) বলেছেন: জ্বী, ভাই।
দোয়া করবেন,শুভ কামনা থাকলো।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০
কানিজ রিনা বলেছেন: পূরানরা নতুন পেতে চায়, ভাবেনা নিজেও
পূরাতন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:১৮
চাঁদগাজী বলেছেন:
আশা নিশার মাঝে পথচলা হচ্ছে?