![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন পর আজ হঠাৎ লগিং দিলাম প্রিয় ব্লগে। ব্যস্ততা,পরিক্ষা, পারিবারিক সমস্যা !সব মিলিয়ে অনেক ঝামেলার মধ্যে দিন পার হচ্ছে। এখনও যে সব শেষ হয়েছে তাও না! জীবন যত দিন আছে এগুলোও ততদিন চলবে!কিন্তু কিছু কিছু ঝামেলা সত্যি অকল্পনিয়! যেটার কারণে পৃথিবীতে টিকে থাকাটও অনেক কঠিন হয়ে পড়ে | যার ফলে জড়ে পড়ে অকালে অনেক মুকুল! জীবন যুদ্ধ পৃথিবীর সব চেয়ে বড় যুদ্ধ
এখানে লড়াই করে বেচে থাকতে পারাটাও একটা দেশ জয় করার সমান । এখানে রচিত হয় কত গল্প,কবিতা,উপ্যনাস!যার পাঠক এবং লেখক শুধু নিজেই !তবে মন্তব্য করে অনেকে
কারণ তারা এখনও যুদ্ধ করেনি। সারা বছর অন্যের খেয়ে এরা বেচে আছে ! যার কারণে মন্তব্য করতে বাধা লাগেনা । জীবন যে এক মহান যুদ্ধক্ষেত্র । এখানে প্রতিদিন যুদ্ধ করতে হয় নিজের সাথে ,নিজের মনের সাথে। যে টিকে সেই গাজি। আর যে হারে সেই মানসিক রোগী বা সাসাধ হীন জীবন । যাকে অনেক টা মৃত বলা যায়! এই সংগ্রামময় জীবনে সবাই টিকে থাকুক এই প্রার্থনা করি। সবাই আমার জন্যও দোয়া করবেন ।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫০
মিঃ সালাউদদীন বলেছেন: মন্তব্য করাকে সমালোচনা করেছেন, সুতারং মন্তব্য করবো কি করে ? দোয়া করি সব ঝামেলা শেষ করে সবাইকে নিয়ে ভালো থাকবেন ।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৮
কাশফুল মন (আহমদ) বলেছেন: @চাঁদগাজী ভাই,হাহা এটাও তো জীবনের একটা অংশ
@@সালাউদ্দিন ভাই, এটাকে তো সমালোচনা বলে না,এটা হচ্ছে আপনার মতামত!
ধন্যবাদ আপনাদের।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮
নতুন বলেছেন: জীবনটা অবশ্যই জটিল... কিন্তু যদি এই জীবনটা যদি উপভোগ করতে না পারেন তবে লস বেশি... জটিলতার মাঝেই একটা পথ বের করে নিতে হয়।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
আমি ভাবছিলাম, অলিম্পিকে মেডেল জেতার সংগ্রামই বড় সংগ্রাম