![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামু আলাইকুম প্রিয় ব্লগার এবং পাঠকবৃন্ধ। আবারও এক বছর পর প্রিয় আঙ্গিনাতে পদ চাড়ন! জীবন আর সময় যেন একি ধরির দুই পাশ ! কোন দিক দিয়ে যে সময় অতিবাহিত হয় আল্লাহ মালুম। জীবন একটি যুদ্ধ ক্ষেত্র । এই যুদ্ধের শেষ মানে হলো জীবনের ইতি হওয়া । তবুও আমরা লড়াই করে যায় শুধু একটু সুখ আর শান্তির আশায়! কেউ হয়তো জয় লাভ করে কেউ বা শেষ সীমানা পার হয়ে যায় তবু দেখা মিলেনা একটু খানি সুখের পরশ ! আমিও সেই যুদ্ধের একজন লাড়াকু সৈনিক । যুদ্ধ চলছে একটার পর একটা ! তবুও সবার সাথে আমি চলি একজন অভিনেতা হিসেবে! শুধু একটু হাসির আড়ালে ঢেকে যায় জীবনের গ্লানি । বার বার ফিরে আসতে চাই সাহিত্যের জগতে। আমাকে কাছে টানে খুব! কিন্তু আমি অদম যে তার ডাকে সাড়া দিতে পারচ্ছি না । আমি তো একজন নিরব সৈনিক ! যার কোন কিছু কেউ বুজেও না জানতেও কেউ চেষ্টা করে না । মন তো চাই বিকালটা হাতে বই আর এক চুমুক গরম কপির সাথে কাটাতে ! কিন্তু জীবন যে আমাকে বার বার ঢেকে ঢেকে বলছে আহমদ তোমার সময় শেষ তুমি নেমে পড় জীবনের তাগিদে! জীবন তো সবার রঙ্গিন হয় না কারো কারো মিশ্রণ ও হয়! সময় তো জীবনের অন্য প্রান্ত ধরে রেখেছে । তাই তার সাথে অভিনয় করে মজা করে জীবন হচ্ছে শেষ । সময় এখনও আমার হয়নি তাই জীবনও আমার হয়নি! সবার দোয়া চাই ! হতাশা থেকে মুক্তি চাই । জীবনকে সাজাতে চাই আমার মত করে ।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৪
কাশফুল মন (আহমদ) বলেছেন: অনেক ধন্যবাদ , শুভ রাত্রি ।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
রাজীব নুর বলেছেন: জীবনটা আনন্দময় করে নিতে হবে নিজেকেই।