নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আড্ডা

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

আড্ডাবাজ

আড্ডাবাজ › বিস্তারিত পোস্টঃ

বাসর রাতের গল্প:

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১০:৪৬

ভ্যালেন্টাইন উদযাপন এবার একটু আগে আগেই হয়ে গেল। বিশ্ব ভালবাসা দিবস উদযাপন হয়ে গেল বাসর রাতেই। সেই বাসর রাতের ফ্রেশ গল্প বলতেই একটু আড্ডায় এসে বসলাম। ছবির চেয়েও রঙিন। নাটকের অভিনয়ের চেয়েও অনেক রোমান্টিক। অনেক স্বপ্নের রাত। কখনও কল্পনাও করেনি আমাদের সুপ্রিয় নায়করা এধরণের স্বপি্নল বাসর রাতের কথা। সারারাতে নাকি কোন রোমান্টিকতা ছিল না, শুধু গাল গল্পে নিদ্রাহীন রাত কেটেছে। কথাটা অবিশ্বাস্য!!! আহা, কল্পনা আর বাস্তবের ফারাকটা এতো বিশাল কেন? সকাল হতেই ছুটে এসেছিল সবাই জানতে। আপনজনরাই শুধু কাছে আসার সুযোগ পেয়েছিল। জানতে পেরেছিল সেই রোমান্টিক রাতের কথা। তারই ছিটেফোটা বর্ননা চলে আসল আড্ডার পাতায়।



কেমন কেটেছে রাতটা জিগ্যেস করতেই লজ্জায় নুইয়ে গেল কুমড়ো গাছের ডাঁটার মতো। বলল, ঘুমোতে পারেনি। অনভ্যাসের কারণে। এই শীতের রাতেও নাকি ঘেমে গোসল হয়ে গিয়েছিল। কাপড়ের সু্যটকেস গাড়ী করে তখনও আসেনি বলে পোশাক বদলাতে পারেনি। বেয়াড়া ড্রাইভারটাও রসিক হয়ে উঠল। গতকালও যে স্যার স্যার বলতে বলতে পেছনে পেছনে ঘুরতো সেও আজকে মহা বেত্তমিজ। সুপ্রিয় নায়কদের লজ্জায় ফেলতে সবাই যেন ষড়যন্ত্রে মেতেছে। একসাথে এতোগুলো রোমান্টিক নায়কের বাসর রাতের গল্প জমজমাট হতে পারতো। কিন্তু বেরসিক বাড়ীওয়ালী সব ভেস্তে দিল। জোর করে সবাইকে এক রুমে। এর মধ্যে অনেকের আছে নাক ডাকার অভ্যাস। তাই, ভয়ে তারা ঘুমোতে চাননি। একজন নাকি সারারাত পায়চারি করেছেন। প্রেয়সীকে বলার মতো কোন কথা খুঁজে পাননি।



তবে বাসর রাতের কিছু দম্পতির অভিযোগ যে ভালবাসা দিবসকে এভাবে অ্যাবিউজ করা ঠিক হয়নি। যারে দেখতে নারি তার সাথে জোর করে রাত কাটানোর বলপূর্বক চেস্টা করা অভিভাবকদের ভারী অন্যায় হয়েছে। সমমনারা একসাথে রাত কাটায়নি। কাটিয়েছে যাদেরকে সারাজীবন ভেংচি কেটেছে আর ঘেন্না করেছে। আজকালকার অভিভাবকরা কেন যে এতো বেরসিক!!! হিন্দী ছবি দেখেও যদি তাদের একটু বুদ্ধি বাড়তো। অনেকে নাকি অভিভাবকদের নিকুচি করেছে। এধরণের ভালবাসা তারা চান না। জোর করে বাসর রাতে ঢুকলেই যে ভালবাসা পয়দা হবে এই কথা ঠিক না।



তবে নায়করা একবাক্যে স্বীকার করেছেন কেউ দৈহিক নির্যাতনের শিকার হননি। এটা অনেকটা আপ্ত বাক্যের মতো। শালারা জোর করে ধরে নিয়ে গেলেও দৈহিক নির্যাতন না হওয়াতে তারা সারাদিন বেশ উৎফুল্ল্ল ছিলেন। বাড়ীওয়ালা বেশ খোশমেজাজে। কারণ, নায়করা তেমন একটা গোলযোগ করেননি। নীরবে গল্প করেছে। তারপরেও গরাদের ওপারে টানা বারান্দা থেকে সতর্ক চোখ রেখেছিলেন। বাসর রাত কাটিয়ে এখন তারা শ্বশুরবাড়ীতে বিদায় নিয়েছেন বলে [link|http://www.shamokal.com/details.php?nid=50855|evoxIqvjv wb

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:৫৫

কনফুসিয়াস বলেছেন: হা হা হা! আমি প্রথমে ভেবেছিলাম- খাইছে।
এখন দেখি আসলেই খাইছে!!

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:৫৭

অতিথি বলেছেন: খাইছে কি-না জানি না। তবে কালচারালি এতোটা আমেরিকান স্টাইল বাসর রাত অনেকে পছন্দ করেনি...

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:০১

অতিথি বলেছেন: ড্যাবস!

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:২৭

অতিথি বলেছেন: একটু ভয়ে ভয়ে ঢুকলাম ....
আসলেই খাইছে ..
বাসরে যাওয়া-আসার ছবিও দেখলাম কোথাও কোথাও ... জটিল...

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:৩৩

মিসকল বলেছেন: তার মানে আপনি কি নির্যাতিত।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:৩৪

অতিথি বলেছেন: একটু হতাশ হইলাম। রগরগে কিছু পামু মনে করছিলাম

যাউকগা ল্যাখছেন ফাটাফাটি।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:৩৫

মিসকল বলেছেন: আমার মনে হয় কেউ পালাবার সময় পাবে না? বাসর রাতের সাদ সবারে গ্রহণ করতে হবে। ধন্যবাদ কর্তৃপক্ষকে।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:৩৬

ভাবনা বলেছেন: লোল, প্রথমে তো ভয় পেয়েছিলাম। এখন দেখি অন্য ব্যপার।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:৪৭

মাহবুব সুমন বলেছেন: প্রথমে ভেবেছিলাম ব্যপারটা কি ? বড়ভাই আজ হঠাৎ এতো রোমানটিক! আসলেই রোমানটিক !
আরো অনেক অনেক জামাই দরকার।
গিফট ( যৌতুক) হিসাবে কিছু ডলা দিলে আরো ভালো হতো। পড়ে বউ ভাতে আরো কিছু সহ যাবজীবন অভিসার শশুড়বাড়ী।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:২৯

অতিথি বলেছেন: পুরাই দেখি আমার কাহিনী !!!!!!

আমি বাসর রাতে বউ নিয়ে বসেছিলাম 3 ঘন্টা! হুড়াহুড়িতে বউয়ের ব্যাগ গাড়িতে তুলে দিতে ভুলে গিয়েছিল সবাই।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৩৯

অতিথি বলেছেন: আর কে কে যাইব লাইনে খারান

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:১২

তানজীর বলেছেন: হাহা ; শিরোনাম যেভাবে দিয়েছিলেন . . .

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:১৬

অতিথি বলেছেন: রীতিমতো এম্রিকান !

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:১৯

অতিথি বলেছেন: পড়তে আইলাম বাংলার বাসর মনে করে, পড়লাম এসে পশ্চিমা বাসরের খপ্পরে!

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:২০

অতিথি বলেছেন: হা হা হা@ অ. বা.

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:০৮

অতিথি বলেছেন: দু:খিত সচিএ না হওয়াতে পাবলিক যথেস্ট কস্ট পেয়েছে। আসিতেছে মহা সমারোহে...রঙিন...পর্দার...চলবে....

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:০৯

অতিথি বলেছেন: CCTV লাগাইছিলোতো আগে, এরশাদের লাইগা ।
ঐটা এখন কাজ করেনা?

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:১৪

অতিথি বলেছেন: সেইম সাইড খেলা চলছে এখন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.