![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের রাজনীতিতে ‘সজ্জন ও ভালো মানুষ’ হিসেবে পরিচিত প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দু’দফায় ৭৭ দিন রিমান্ড চেয়েছে পুলিশ। প্রথম দফায় গত বছরের ১৬ মে আটকের পর ২টি মামলায় ২০ দিনের রিমান্ড ও দ্বিতীয় দফায় ১০ ডিসেম্বর আটকের পর ৬ মামলায় ৫৭ দিনের রিমান্ড চাওয়া হয়। ৯ ডিসেম্বরের অব-রোধকে কেন্দ্র করে যে ৩৭টি মামলা হয়েছে, তার মধ্যে ৬ মামলায় গ্রেফতার দেখিয়ে মির্জা ফখরুলের রিমান্ড চাওয়া হয়। আজ পল্টন থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি হবে। এর আগে গত বছরের ২৯ এপ্রিল হরতালের দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়িতে আগুন দেয়া ও সচিবালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগে পৃথক দুটি মামলাতেও ১০ দিন করে ২০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।পরে জুন মাসে জামিনে মুক্তি পান। বড় একটি রাজনৈতিক দলের মহাসচিবকে এভাবে একের পর এক মামলায় গ্রেফতার দেখানো বিস্ময়কর; একই সঙ্গে আবার এসব মামলায় রিমান্ড চাওয়া নজিরবিহীন ।
বিকাশ সহ অনেক সন্ত্রাসী যেখানে একে একে জেল থেকে বের হয়ে যাচ্ছে, রাস্টপ্রতির সাধারন ক্ষমা পাচ্ছে ।সেখানে মির্জা ফখরুল ইসলাম কত বড় একজন সন্ত্রাসী তাকে দু’দফায় ৭৭ দিন রিমান্ড চাই পুলিশ ।
তাই বলতে চাই বাংলাদেশ এখন একটি দানব রাষ্ট্র, আপনাদের কোন সন্দেহ আছে?
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩
আমি ভোরের আলো বলেছেন: আর কতদিন চলবে এই খেলা ?
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
শরৎমেঘ বলেছেন: পুলিশ আর আদালত এখন সরকারের তল্পি বাহক হয়ে যাচ্ছে। তারা যখন যেটা চাচ্ছে পুলিশ আর আদালতের মাধ্যমে করিয়ে নিচ্ছে।
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
আমি ভোরের আলো বলেছেন: এ খেলার শেষ কোথায় ?
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
মোঃ শরিফুল বলেছেন: লাত্থি মারি বাংলাদেশের স্বাধীন আধালতের পাছায়
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
আমি ভোরের আলো বলেছেন: আপনাকে দ্রত রিমান্ডে নেওয়া হবে
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
জ্ঞাতিবৈর বলেছেন: এই লোকটাকে আমি অপছন্দ করি তার কারন-
১। জামাত প্রিতি,
২। বাবা চোখা মিয়া ৭১এর অপরাধী, সেকারনে হয়ত ৭১এ তার যুদ্ধে যাওয়া হয়নি। সেটা নিয়ে তাকে দায়ি করি না, কিন্তু ২০০৪ এ হঠাৎ মুক্তিযোদ্ধা হয়ে যাওয়ার কারনে তাকে অপছন্দ করি।
কিন্তু অযথা এই লোকটিকে এরকম হয়রানি করার কোন কারন নাই। অবিলম্বে এর মুক্তি চাই।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
আমি ভোরের আলো বলেছেন: ঠিকই কইছেন বম্গবীর কে যারা রাজাকার বলে!মোশারফ কে মুক্তিযুদ্ধা তারা মির্জা ফখরুল নিয়ে কি বলতে পারে সেটা আমি জানি
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
শোয়েব হাসান বলেছেন: খারাপ লাগছে মির্জা ফখরুলের জন্য আফসোস হচ্ছে সৌয়দ আশরাফের জন্য