![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু আঁধারেই আমার অস্তিত্ব
মহাশূন্যের শূন্যস্থান আমি।
দূরে নিয়ন আলোর মত ভাসছে তোমার মুখ।
মাধ্যাকর্ষণ এখানে নিস্তেজ ;
গ্যালাক্সির আবর্তক প্রতিবিম্ব আমার চোখের ধাঁধাঁ ।
চাই ধুঁমকেতুর মত একটা প্রাকৃতিক শক্তি ,
প্রচণ্ড গতিতে আছড়ে পোড়তে চাই তোমার ঐ স্থবির অপূর্ণ বক্ষে।
.
ধণাত্বক আর ঋণাত্বক মেরুর আকর্ষণ এড়িয়ে
জড়িয়ে থাকতে চাই নিরন্তর চম্বুকীয় আবেশে।
.
মহাকাশের কক্ষপথে ভালবাসার গ্যাসপিন্ডের সমন্বয়ে গড়বো এক প্রণয় গ্রহ ,
হব মহাকাশের অভেদ্য এক রহস্য. . . . . ।।
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩০
মহাশূন্যের শূন্যস্থান বলেছেন: @ফরিদ আহমেদ চৌধুরী,
জ্বী আমি ব্লগে নতুন। আজই রেজিস্ট্রেশন করেছি।
সহযোগীতা ও ভালবাসায় পাশে থাকবেন।
ভাল থাকুন অহর্নিশি....
২| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৭
মহাশূন্যের শূন্যস্থান বলেছেন: @ফরিদ আহমেদ চৌধুরী,
জ্বী আমি ব্লগে নতুন। আজই রেজিস্ট্রেশন করেছি।
সহযোগীতা ও ভালবাসায় পাশে থাকবেন।
ভাল থাকুন অহর্নিশি....
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ব্লগে স্বাগতম।