![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু আঁধারেই আমার অস্তিত্ব
তোর ঠোট বেয়ে নেমে যাচ্ছে একটি বিকেল
কত বিকেল খুন হয়ে গেছে ও চোখে তাকিয়ে,
খবর রেখেছিস..?
জন্ম হতে হতেই মরে যায় একটি সকাল
অথচ তুইহীন নির্বাক মহাকাল;
মন ফড়িংটা ডানা ঝাপটায় শোকে
তোর গোলাপ ঠোটের...
ছোটবেলায় পড়েছিলাম "পথের জঞ্জাল সরিয়ে এগিয়ে যায় তরুণ,আজকের তরুণ ভবিষ্যৎ নবীনদের জন্য ছেড়ে দেয় পথ"
কিন্তু বর্তমান প্রেক্ষাপটে হচ্ছে সম্পূর্ণ উলটো,নবীন -প্রবীণ যেন চুম্বকের ধনাত্মক আর ঋণাত্মক মেরু।
সামুতে অনেক জ্ঞানী প্রবীণ...
আজ আমি বিকৃত প্রত্নতত্ত্ববিদ,
গ্রেভ ইয়ার্ডে খুঁজে চলেছি শত বছরের
পুরনো সমাধিস্থল।
হ্যাঁ হ্যাঁ.... এইতো সেই অভিশপ্ত জায়গা..!
হ্যাঁ স্মৃতি খুঁড়ে মনে পড়েছে,
রাজপথ হতে ঠিক ২১ গজ পুর্বে,
উত্তরের মরিচা ধরা বিলবোর্ড থেকে
এক...দুই...তিন... হ্যাঁ...
মরিচাধরা গ্রীল ধরে যেভাবে দাঁড়িয়ে থাকে একটা স্নিগ্ধ বিকেল
কিংবা চৌরাস্তার মোড়ে কুঁজো হয়ে থাকা বুড়ো বিলবোর্ড,
ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকো তুমি মস্তিষ্কের বদ্ধভূমিতে!
হৃদয়তন্ত্রের মিটিং,মিছিল,স্লোগানে তুমিই মধ্যমণি
ব্যানার,ফেস্টুন কিংবা পোস্টার হাতে গোলাপের কুচকাওয়াজ!
লং...
হিমালয় কিংবা অলিম্পাসের চূড়ায় দাঁড়িয়ে
চাইনা ও নগ্ন অধরে চুম্বনে মগ্ন হই,
অথবা মাধ্যাকর্ষণ নিস্তেজ হয়ে যাক
তোমার শরীরী আকর্ষণী আলিঙ্গনে মিশে যাই।
চাইনা প্লাটিন পর্বতে যৌবনের সম্রাজ্য গড়ে তুলি
তোমার শরীরী স্বায়ত্তশাসনে সম্রাট নিরো...
মহাশূন্যের শূন্যস্থান আমি।
দূরে নিয়ন আলোর মত ভাসছে তোমার মুখ।
মাধ্যাকর্ষণ এখানে নিস্তেজ ;
গ্যালাক্সির আবর্তক প্রতিবিম্ব আমার চোখের ধাঁধাঁ ।
চাই ধুঁমকেতুর মত একটা প্রাকৃতিক শক্তি ,
প্রচণ্ড গতিতে আছড়ে পোড়তে চাই তোমার ঐ...
©somewhere in net ltd.