![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু আঁধারেই আমার অস্তিত্ব
তোর ঠোট বেয়ে নেমে যাচ্ছে একটি বিকেল
কত বিকেল খুন হয়ে গেছে ও চোখে তাকিয়ে,
খবর রেখেছিস..?
জন্ম হতে হতেই মরে যায় একটি সকাল
অথচ তুইহীন নির্বাক মহাকাল;
মন ফড়িংটা ডানা ঝাপটায় শোকে
তোর গোলাপ ঠোটের স্পর্শ লোভে..।
ইলেকট্রিক বিলবোর্ডে আজকাল বিজ্ঞাপন
দেখিনা
সেখানে ভাসে তোর নীলাঞ্জন খচিত মুখ,
ভালবাসার ব্যাবসায়ীক প্রতিষ্ঠানগুলা
দেউলিয়া ঘোষিত হয়েছে
সর্বস্ব বিকিয়ে দিয়ে কিছু প্রেম কিনবো
বিনিময়ে দিস কিছু অবিনাশী সুখ।
প্রয়োজনে কিনে নেব স্যাটেলাইট চ্যানেল
বিশ্বব্যাপী টেলিকাস্ট হবে তোর গোলাপ
গাল
বিবিসির হেডলাইন বুকিং দিয়ে দিব অনিদৃষ্ট
কালের জন্য
মানুষ ভুলে যাবে নিউজ শোনা
ভুলে যাবে সিগারেট টানতে,
সারাক্ষণ বসে থাকবে তোর প্রতিক্ষণের
আপডেট জানতে।
নিউজ পোর্টালগুলা সরব থাকবে তোর
প্রশংসাবাদে,
মহাকাশ স্টেশন থেকে ঘোষনা করা হবে
আমিহীন তোর পৃথিবীতে একটি বিপর্যয় দেখা
দিবে...।
তোর ঠোট বেয়ে নেমে যাচ্ছে একটি বিকেল
কত বিকেল খুন হয়ে গেছে ও চোখে তাকিয়ে,
খবর রেখেছিস..?
জন্ম হতে হতেই মরে যায় একটি সকাল
অথচ তুইহীন নির্বাক মহাকাল;
মন ফড়িংটা ডানা ঝাপটায় শোকে
তোর গোলাপ ঠোটের স্পর্শ লোভে..।
ইলেকট্রিক বিলবোর্ডে আজকাল বিজ্ঞাপন
দেখিনা
সেখানে ভাসে তোর নীলাঞ্জন খচিত মুখ,
ভালবাসার ব্যাবসায়ীক প্রতিষ্ঠানগুলা
দেউলিয়া ঘোষিত হয়েছে
সর্বস্ব বিকিয়ে দিয়ে কিছু প্রেম কিনবো
বিনিময়ে দিস কিছু অবিনাশী সুখ।
প্রয়োজনে কিনে নেব স্যাটেলাইট চ্যানেল
বিশ্বব্যাপী টেলিকাস্ট হবে তোর গোলাপ
গাল
বিবিসির হেডলাইন বুকিং দিয়ে দিব অনিদৃষ্ট
কালের জন্য
মানুষ ভুলে যাবে নিউজ শোনা
ভুলে যাবে সিগারেট টানতে,
সারাক্ষণ বসে থাকবে তোর প্রতিক্ষণের
আপডেট জানতে।
নিউজ পোর্টালগুলা সরব থাকবে তোর
প্রশংসাবাদে,
মহাকাশ স্টেশন থেকে ঘোষনা করা হবে
আমিহীন তোর পৃথিবীতে একটি বিপর্যয় দেখা
দিবে...।
©somewhere in net ltd.