![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু আঁধারেই আমার অস্তিত্ব
ছোটবেলায় পড়েছিলাম "পথের জঞ্জাল সরিয়ে এগিয়ে যায় তরুণ,আজকের তরুণ ভবিষ্যৎ নবীনদের জন্য ছেড়ে দেয় পথ"
কিন্তু বর্তমান প্রেক্ষাপটে হচ্ছে সম্পূর্ণ উলটো,নবীন -প্রবীণ যেন চুম্বকের ধনাত্মক আর ঋণাত্মক মেরু।
সামুতে অনেক জ্ঞানী প্রবীণ ব্যক্তিবর্গ আছেন।অনেকেই বেশ জনপ্রিয় প্লাটফর্ম গড়ে নিয়েছেন।
কেউ কেউ এত ভাল বিষয় নিয়ে লেখালেখি করেন যা সত্যিই মুগ্ধকর, সেজন্য প্রায় ৩ বছর ধরে আমি নিয়মিত সামু ব্লগে ভ্রমণ করি,লেখাগুলো খুঁজে খুঁজে পড়ি।
তাতে আলার লাভ দুই ধরেনের হয়।
১. মনটাই ভাল হয়ে যায়।
২. জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হয়।
আরো বেশি সামুর সান্নিধ্য পাওয়ার লোভে মাস দেড়েক আগে ব্লগে রেজিস্ট্রেশন করি।
তারপর চলে পোষ্ট পড়া ফাঁকেফাঁকে।অন্যদের দেখে অনুপ্রাণিত হয়ে নিজেও কিছু লিখতে চাইলাম।
কিন্তু হায়!!
এখানে প্রবীণরা নবীনদের স্বাগত জানায় না,
উৎসাহ দেখায় না,
সম্মুখে এগিয়ে যাবার পথ দেখায় না,
একটু নজরদারির মাধ্যমে প্ররোচিত করেনা।
তাই নবীনরা উৎসাহ হারিয়ে হতাশ হয়ে পড়ে,উপযুক্ত নির্দেশনার অভাবে থমকে দাঁড়ায় শুরুর পথে।আশা ভঙ্গের হতাশায় নুয়ে পড়ে,একসময় প্রবীণদের ধিক্কার দিয়ে মুখ ফিরিয়ে নেয় এই ভার্চুয়াল জ্ঞানভাণ্ডার হতে।
অথচ ছেলেটি এক বোঝা স্বপ্ন মাথায় করে এসেছিল প্রবীণের দেখানো পথে,আজ সে নবীন বলেই উপেক্ষিত।
আমি সামুতে কিছু প্রফাইলে নিয়মিত ঢুকে পড়ি,এত অর্থবহ লেখা লিখেন কিছু ভাই/বোন,তথচ তাদের পোষ্টে কোন পাঠক উপস্থিতি নেই,গঠনমূলক মন্তব্য নেই।
আমি শুধু অবাক হই! আর ভাবি এত কষ্ট করে আর এত ধৈর্য নিয়ে এরা কেন লিখে যদি এদের অনুপ্রেরণা দিতে কেউ এগিয়ে না আসে..??
কি লাভ লিখে যদি কেউ না পড়ে?
সামুর প্রবীণদের প্রতিঃ-
আমরা নবীনেরা আপনাদের সান্নিধ্য আশা করি,
আপনাদের নির্দেশনা আশা করি,
আপনাদের দেখানো পথেই এগিয়ে যেতে চাই।
আপনারা কি পারেন না নবীনদের জন্য এগিয়ে আসতে..?
যদি না পারেন তবে আপনি আমাদের আদর্শ হয়ে থাকতে পারলেন না,আপনার ব্যর্থতা।
আমরা সভ্যতার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবো আমাদের প্রবীণরা আমাদের সঠিক পথ দেখায়নি তাই আমরা পথভ্রষ্ট....
©somewhere in net ltd.