নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাশূন্যের শূন্যস্থান আমি,দূরে নিয়ন আলোর মত ভাসছে তোমার মুখ.....

মহাশূন্যের শূন্যস্থান

শুধু আঁধারেই আমার অস্তিত্ব

মহাশূন্যের শূন্যস্থান › বিস্তারিত পোস্টঃ

প্রত্নতত্ত্ববিদ

০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬




আজ আমি বিকৃত প্রত্নতত্ত্ববিদ,
গ্রেভ ইয়ার্ডে খুঁজে চলেছি শত বছরের
পুরনো সমাধিস্থল।

হ্যাঁ হ্যাঁ.... এইতো সেই অভিশপ্ত জায়গা..!
হ্যাঁ স্মৃতি খুঁড়ে মনে পড়েছে,
রাজপথ হতে ঠিক ২১ গজ পুর্বে,
উত্তরের মরিচা ধরা বিলবোর্ড থেকে
এক...দুই...তিন... হ্যাঁ ঠিক এগার পা দক্ষিনে,
ঠিক বিকাল তিনটায় ---
পশ্চিমের বৃদ্ধা রক্ত করবি গাছের ছায়া ৪৫ ডিগ্রি এংগেল হবে,
ঠিক সেখানেই কোথাও সমাধি হয়েছিল
আমার অকালমৃত প্রেমের........।।

এখানেই ওই ধূলোর স্তরের গভীরে
সাড়ে ছয় বাই আড়াই, আয়তকার সমাধিস্থল।
কালের আবর্তনে বিলীন হয়েছে শেষ চিহ্নরূপ,
আজ শুধু ধূলজমা সমতল..,
পাথরে খোঁদাই এপিটাফ টাও নেই,
বয়সের ভারে ক্ষয়ে গেছে একটু একটু করে
মৃত্তিকা খুঁড়লেই বেরিয়ে আসবে আমার
সহস্র বছরের সঞ্চিত প্রেমের কংকাল....।।

এক...দুই...তিন.................
সাড়ে বায়ান্নটা ক্ষয়ে যাওয়া অস্থি,
বাকি সব মাটি গর্ভে বিলীন...
অর্ধ করোটির দিকে তাকাতে পারিনা,
জ্বলজ্বল করে সেই অনিন্দ্য সুন্দর প্রেমের অবয়ব...।।

কিন্তু কিসের এত বিদ্রুপ...?
কিসের এত অভিমান..?
কস্টো চাপা উপহাসের হাসি খুলির চোয়ালে....!!

এটা কিসের দাগ...???
ক্ষয়ে যাওয়া অর্ধ-নিঃশেষীত অস্থিতে এত নিরেট রং....!!!!

বয়স বেড়েছে অবাধ্যরকম,দৃস্টিটাও খুব ঝাপসা,
কিন্তু এ কি..??
মাইক্রোস্কোপের গ্লাস টাও আজ ঘোলাটে...!
হয়ত পূরু স্তরে ধুলা জমেছে,বয়স ও বেড়েছে পাল্লা দিয়ে...।

আরে হ্যাঁ....! কি আশ্চর্য....!!
এটাতো পাঁজরের হাড়, উপরে লেপ্টে আছে এক ছোপ অভিমানী রক্ত...।

আজকাল কিছু মনে করতেও কস্ট হয়,
ও হ্যাঁ মনে পড়েছে....,
এখানেই তো ভয়ঙ্কর আঘাত করেছিলাম!
হয়তো মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ,
রক্তশূন্যতায় ভুগে মরেছিল বাড়ন্ত এই প্রেম...।

কি নির্দয় এ আঘাত..!
কি বীভৎশ এ ক্ষত...!
কি অসম্ভব অব্যাক্ত কষ্ট নিয়ে,
সংগোপনে যন্ত্রনার নীলাভ বিচ্ছুরণে
ধুঁকে ধুঁকে একটি সম্ভাবনাময় প্রেমের নিরব মৃত্যু....!

বিছিয়ে রেখেছি, মৃত প্রেমের সব কয়টি অস্থি - মজ্জা;
ম্যাগনিফাইং গ্লাস,মার্কার,মাইক্রোস্কোপ,ব্রুশ আর নোট খাতা---
স্পর্শের অভাবে ভুগছে সব...।

অপ্রতিরোধ্য আবেশে অভিভূত, স্থবির এই আমি
নেশায় বুদ হয়ে আছি....

এখন শুধু আর একটি মৃত্যুর অপেক্ষা...................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.