![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু আঁধারেই আমার অস্তিত্ব
হিমালয় কিংবা অলিম্পাসের চূড়ায় দাঁড়িয়ে
চাইনা ও নগ্ন অধরে চুম্বনে মগ্ন হই,
অথবা মাধ্যাকর্ষণ নিস্তেজ হয়ে যাক
তোমার শরীরী আকর্ষণী আলিঙ্গনে মিশে যাই।
চাইনা প্লাটিন পর্বতে যৌবনের সম্রাজ্য গড়ে তুলি
তোমার শরীরী স্বায়ত্তশাসনে সম্রাট নিরো হই,
অথবা অদম্য কামনায় তুমি হেরা হও
প্রবল হিংস্রতায় নগ্ন সঙ্গমে লিপ্ত হই।
চাইনা আফ্রোদিতির মত অতিমানবীয় প্রেমে ধন্য করো,
রূপের বহ্নিশিখায় ভষ্ম করে দাও প্রতিনিয়ত ;
অথবা আমি হেফেস্টাস হই
অমৃত প্রেমের সরাব আকন্ঠপানে পৃথিবী বিস্মৃত হই।
চাইনা পর্নেসাস পর্বত শিখরে পড়ুক প্রথম যুগল পদচিহ্ন,
গড়ে দেই যৌনতার আশ্রম কেন্দ্র;
অথবা এপোলো ভর করুক এ দেহে,
বহু নারীর যৌবনমদে নেশা হোক গাড়।
চাইনা মহাপ্লাবনে পৃথিবী ধ্বংস হোক
তুমি পীরা হও,ডিউকেলিয়ন হয়ে প্রাণহীন ভূপৃষ্ঠে করি প্রাণের সঞ্চার;
পাথর ছুড়ে নয়,প্রতিটি চুম্বনে জন্ম হোক মনুষ্য সম্ভার ।
চাই তুমি মর্ত্যবাসিনী হও,হও শুধুই মানবী,
জাগতিক প্রেম নিয়ে ছুঁয়ে যাও,আসক্তি ঢেলে দাও অহর্নিশি ;
অথবা হও একান্ত বাধ্যগত অর্ধাঙ্গিনী,
ডাকবেলী ফুলের স্কন্দ খোপায় গুজে হও জ্যোৎস্নাময়ী
অথবা হও সহস্র জীবনের প্রাণ-প্রেয়সী..।
পাদটীকাঃ
১। প্লাটিন হীল → রোমান সভ্যতার সুউচ্চ পর্বত
২। নিরো → রোমান সম্রাট
৩। আফ্রোদিতি → প্রেমের দেবী ভেনাস
৪। হেফেস্টাস → ভেনাসের যৌবনরস পানকারী, স্বামী।
৫। পর্নেসাস পর্বত → রোমান মিথলজির নির্জনতম পর্বত, যেখানে মহাপ্লাবনের পরে দেবী পীরা ও দেবতা ডিউকেলিয়ন কিস্তি থেকে অবতরণ করেন।
৫। পাথর ছুড়ে → প্রাণশূন্য পৃথিবীতে পীরা ও ডিউকেলিয়ন পাথর ছুড়ে মানব জন্মদান করেন।
৬। এপোলো → যে দেবতা বহু দেবী ও নারীর প্রণয়ে মাতাল ছিল,বহু যৌনসংগমে লিপ্ত থাকতো।
৭। হেরা → মিলনের দেবী।
©somewhere in net ltd.