নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাশূন্যের শূন্যস্থান আমি,দূরে নিয়ন আলোর মত ভাসছে তোমার মুখ.....

মহাশূন্যের শূন্যস্থান

শুধু আঁধারেই আমার অস্তিত্ব

মহাশূন্যের শূন্যস্থান › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা নির্বাণ হয়ে থাক

০১ লা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০




মরিচাধরা গ্রীল ধরে যেভাবে দাঁড়িয়ে থাকে একটা স্নিগ্ধ বিকেল
কিংবা চৌরাস্তার মোড়ে কুঁজো হয়ে থাকা বুড়ো বিলবোর্ড,
ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকো তুমি মস্তিষ্কের বদ্ধভূমিতে!
হৃদয়তন্ত্রের মিটিং,মিছিল,স্লোগানে তুমিই মধ্যমণি
ব্যানার,ফেস্টুন কিংবা পোস্টার হাতে গোলাপের কুচকাওয়াজ!
লং মার্চে অবচেতন ঘর্মাক্ত চেতনায় বৃত্তীয় প্রদক্ষিণ,
ভালবাসার স্বায়ত্তশাসনে কেবল তুমিময় গুঞ্জরন।

সীমান্তবর্তী উপকূল ঘেষে কাঁটাতারের প্রাচীর
ওপারে বন্দিনী সহস্র বিদ্রোহী যন্ত্রণাবোধ;
জ্বরা-মৃত্য, দুঃখ-দুর্দশা,হতাশা-দুরাশা ধুকছে ক্রমে;বৃদ্ধাশ্রমে।

এপারে ফরবিডেন কিংডম!
তুমি,আমি,আমাদের স্বায়ত্তশাসনী ফ্রিডম।

অষ্টাদশী পূর্ণিমার ঠিকরে পড়া যৌবনে প্রথম জ্যোৎস্না-বিলাস,
কিংবা মাঝরাতের পোড়খাওয়া আকাশের ক্রন্দনের অভিলাষ।
বৃষ্টির তীব্রতায় সিক্ত এ নগরী
তুমি,আমি,আমরা ভেজা কাক;
বৃষ্টির শীতলতা আর শরীরী উষ্ণতার অরোধ্য সঙ্গম
তুমি আমি আমরা আলিঙ্গনে,ভালবাসা নির্বাণ হয়ে থাক....।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৮

নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো ।

১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৬

মহাশূন্যের শূন্যস্থান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।
এভাবেই পাশে থাকুন,শুভ কামনা নিরন্তর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.