নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তহীন

মানবীয় গুনাবলির পরশ ছড়িয়ে যাবে সবখানে....এই আমার িবশ্বাস...।

হাসান জহুরুল

মানিবকতা প্রতিষ্ঠা করার সংগ্রামে যঁারা িনয়ত সচল শ্রদ্ধা জানাই তঁাদেরকে সবসময়।

হাসান জহুরুল › বিস্তারিত পোস্টঃ

হয়তো...!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১

হয়তো

খুব কষ্ট করে কষ্টকে ভুলে যাবার/থাকবার চেষ্টা করে কেউ কেউ

কিন্তু কষ্ট ভুলে যাবার/থাকবার কষ্টই কষ্টবোধ তৈরী করে চলে

অনবরত!

হয়তো

কেউ কেউ খুব যত্ন করে যন্ত্রণাকে করতে চায় আড়াল

অথচ সেই আড়াল করবার প্রক্রিয়াই যন্ত্রণা বাড়িয়ে দেয়

আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে নিতে চায়!

হয়তো

দু:খকে পাশ কাটাতে পারলেই মিলবে সুখের লহরী

-এমনতর ভাবনায় ডুবতে চায় কেউ কেউ

তবুও, বারংবার পাশ কাটানোর চেষ্টার দরুনই

দু:খের মালা তৈরী করে চলে অহরহ!

হয়তো

হৃদয়াঙ্গনে যতো শক্তি

কেউবা তার সবটুকু দিয়ে সুখের সাগর বইয়ে দিতে চায়

(হয়তো হাস্যকর শোনাবে!)

এই সুখ ভাবনার, সাধনাতেই সুখ পালাবে দূর-বহুদূর!

যদি এমনই হয়ে থাক

হয়তো

ভাবনাতেই বিন্যাস আর ভাবনাতেই তার বিনাশ!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.