![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
In the holy bedroom of parents,
In the sinful bed of the fallen women
Sexual intercourse is prevalent.
The smell of workers' sweat,
In the beautiful perfume of the industrialist
Sexuality lurks in the air like a tiger.
Fold in the school college uniforms, office dresses
Sex is like weaving a thread.
Sunny Leon’s unashamed lust or
The glint in our simple laughter
Sexuality ignites electric bulb
Sex builds ever the beautiful Taj Mahal
Sex destroys the city of Troy again.
Yet who does not eat rice at the end of the day?
Sex is a lot like rice.
Sex in adolescence is the name of a revolution.
In old age, sex is just a dream of the past.
Another name for sex feels good
Another name for sex is love
Another name for sex is just sex.
This is the translation of my Bengali poem 'Obuj Jaunota' by myself. You could read it out in my profile.
২| ১১ ই জুলাই, ২০২০ সকাল ৭:৪৪
চাঁদগাজী বলেছেন:
অকাজের মহাকবি কালিদাস?
৩| ১১ ই জুলাই, ২০২০ সকাল ১০:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার বাংলা ভার্সন লিংকে আসে নি। ওটা যাই হোক, ইংলিশ ভার্সনটা অসাধারণ হয়েছে। Sex is a lot like rice - উপমাটা সুন্দর হয়েছে।
৪| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
Not so bad !!!
৫| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৫
নেওয়াজ আলি বলেছেন: Excellent
৬| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৭| ১১ ই জুলাই, ২০২০ রাত ১০:৪০
মিরোরডডল বলেছেন:
yet who does not eat rice at the end of the day
@সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
Sex is a lot like rice - উপমাটা সুন্দর হয়েছে।
ওহ নো ! সিরিয়াসলি ? ইউ থিংক উপমাটা সুন্দর ?
রোম্যান্টিক কবির এরকম কমেন্ট শকিং ।
Isn’t it meant to be love? Even though sometimes not love but still has to have attractions & infatuation.
আই উড সে নারী পুরুষের মাঝে আকর্ষণ ভালোলাগা ভালোবাসার চুরান্ত পরিণতি ।
And also instead saying the word sex, we could say love making অথবা আদর .
৮| ১১ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মিরোরডডল বলেছেন:
yet who does not eat rice at the end of the day
@সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
Sex is a lot like rice - উপমাটা সুন্দর হয়েছে।
ওহ নো ! সিরিয়াসলি ? ইউ থিংক উপমাটা সুন্দর ?
রোম্যান্টিক কবির এরকম কমেন্ট শকিং ।
রোমান্টিসিজম উপভোগ করার উপাদান একেক জনের কাছে একেক রকম। বৃষ্টি দেখলেই কেউ বুঁদ হয়ে যায়, বৃষ্টিতে ভিজতে থাকে অবিরাম; অথচ বৃষ্টি আমার কাছে আতঙ্কের নাম, বৃষ্টিতে এত ভিজেছি, শরীরে ঘা হয়ে গেছে, সেই ঘা এখনো দগদগে।
Sex-কে কবি আরো কয়েকটা বিষয়/বস্তুর সাথে তুলনা করেছেন। সবগুলোই উপযুক্ত মনে হয়েছে, তবে আমার কাছ এ উপমাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে।
yet who does not eat rice at the end of the day। কবি এখানে কতখানি সিরিয়াসলি ভেবে লিখেছেন জানি না, ক্যাজুয়ালি লিখে থাকলেও খুব ভালো লিখেছেন কথাটা। প্রেম ছাড়া বাঁচা যায় না। প্রেমের জন্যই বেঁচে থাকি। এ কথাগুলো কমন এবং আমার কবিতায়ও এসব কথা আছে। এই প্রেম বেঁচে থাকার জন্য ততোখানিই অপরিহার্য, বেঁচে থাকার জন্য খাদ্য যতখানি আবশ্যিক। কথাটা সাদা চোখে খুব সাদা, কিন্তু এর গভীরে ঢুকলেই এর মূল্যবান নির্যাস উপচে পড়ে।
এই হলো আমার ভাবনা। কবি যদি পোস্টে এসে কিছু লিখতে পারেন, তাহলে দেখবো তার ভাবনা কী ছিল।
৯| ১১ ই জুলাই, ২০২০ রাত ১১:২৫
মিরোরডডল বলেছেন:
এই প্রেম বেঁচে থাকার জন্য ততোখানিই অপরিহার্য, বেঁচে থাকার জন্য খাদ্য যতখানি আবশ্যিক।
প্রেম বেঁচে থাকার জন্য অপরিহার্য, সহমত । আর ঠিক সেকারনেই আমার কাছে মনে হয়েছে প্রেমের সাথে এই উপমাটা যায়নি ।
যেহেতু আমি বাংলাটা পড়েছি ওখানে মোটেও মনে হয়নি প্রেম বোঝানো হয়েছে । একজন ক্ষুধার্ত মানুষ দিনশেষে খায় ঠিক সেরকম বলেছে । অ্যান্ড দা ওয়ার্ড সেইড যৌনতা ।
যৌনতা আর প্রেম কি এক !!!
Sounds like physical relationship only not physical love.
If no intense passion or feelings involved, then how could it be love!
আই’ম সিওর ধুলো বাংলাটা পড়েনি
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০২০ সকাল ৭:৪৩
একাল-সেকাল বলেছেন:
sex is a physiological game, Which is the art of developing civilization