নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন একনিষ্ঠ পাঠক। অপঠিত বইয়ের ঘ্রাণে আরো কিছুদিন বাঁচতে ইচ্ছা করে।\n কবিতা প্রেমিক। অন্তরাত্মার আকুতি শুনি, রূপকাশ্রয়ে কখনো তা লিখি।

adil mahbub

জীবন নিয়ে আমার কোন অনুতাপ নেই, কোন অভিযোগ নেই।

adil mahbub › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্যঃ

১২ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৯

১.
যদি বলি যেতে, দূর বহু দূরে
পথ থেকে পথে, যুগ যুগান্তরে
হবে কি গো ঠাঁই মনঃকরিডোরে?
দৃষ্টি অবনত, প্রশ্রয় অধরে
ছোঁবে কি হাত দুটো একটু আদরে?
তবে এ ক্ষনে মাতাল সমীরণে,
ভিরাইব মোর তরী অচেনা নগরে।

২.
দিয়েছিলে যা, ছিল হয়তো বিন্দু বিন্দু সম
তবু হৃদয় গহীনে যে নির্ঝর উন্মত্ত
পাওনি কখনো তার খবর।
তুমি হয়তো ছিলে অসীম সমুদ্র
দিয়েছ তার কণামাত্র।
আমার ছোট্ট নদীখানি তাতেই
ছলছল জলতরঙ্গে মত্ত...

৩.
হয়তো তা ছিল আমার অধ্যাস
তবু সে ভ্রান্তির মাঝেই আমি সুখের গন্ধ পাই।
তোমার অধরে ফোটা হাসি
যেখানে আমি প্রশ্রয় খুঁজে পাই।
..................
আদিল মাহবুব
হাজী মুহম্মদ মুহসীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.