![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নিয়ে আমার কোন অনুতাপ নেই, কোন অভিযোগ নেই।
দৃশ্যমানতায় সে নেই, তেমনি নেই কোন চিহ্নেরও অবশিষ্টাংশ।
দৃষ্টিপথের সীমা রুদ্ধ কেবল দিগন্তের ধূসরতায়।
উৎপাটিত বিষবৃক্ষের স্থানজুড়ে গহ্বর,
অদৃশ্য হবে তাও কালের মৃত্তিকা জমে।
পোড়া ঘর ছাড়া উদ্বাস্তু আকস্মিক থমকে- ঘুরে
রিক্ত অস্ফুট কণ্ঠস্বরে বলে ওঠে, 'কে?'
পিছনে জমাট শূন্যতায় মিলিয়ে যায়।
উৎপাটিত বৃক্ষের বৃদ্ধি ঊর্ধ্বমুখীই নয়,
শিকড় গভীরে ছড়িয়ে আজ আপনি
প্রাণরস শুষে সজীব...
..................
আদিল মাহবুব
হা. মু. মুহসীন হল। ঢা.বি.
©somewhere in net ltd.