![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নিয়ে আমার কোন অনুতাপ নেই, কোন অভিযোগ নেই।
তারপর নামে গাঢ় কালো চাদরে ঢাকা রাত। নিকষ অন্ধকারে আমার নিঃশ্বাস, হৃদপিন্ডের স্পন্দন আশ্বস্ত করতে পারে না আমার অস্তিত্ব। ডুবতে থাকি গভীরে আরো গভীর অতলান্তে। প্যারালাল বিশ্বের বিশ্বাস শক্তিকে গ্রাস করে ভীষণ দুর্বলতায়। চোখ খুললে কি আমি সত্যিই দেখবো পার্থিব কোন নিশানা? নাকি শূন্যতা পাবো! আমি প্রার্থনা করি কোন ফাঁক গলে আসুক অন্তত একটা জোনাকি। জ্বলতে থাক আমার ঘরময় জুড়ে ঘুরে ঘুরে উড়ে উড়ে। আমি ঘুম যাবো ঠিক, শিশুর মতো, পৃথিবীর গল্প শুনতে শুনতে।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: ভোরের প্রার্থনা কাজে লেগে যায়।