![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমের অপরাধে
-আদি শুভ
........................
..............................
রাতের অন্ধকার শেষে একটু আলো-ছায়া,
কেটে গেছে ঘোর তবু চোখে আছে মায়া।।
তুমি ছিলেনা,
তবু ছিল উদ্ভট অশরীরি চাওয়া-পাওয়া।।
খানিকটা স্টপেজ ছিল ধুধু ও বুক জুড়ে,
অনবরত প্রেমের গাড়ি থামে আর চলে।।
মাঝে মাঝে লাল বাতিটা থামিয়ে
দিলে গাড়ি,
বাধ মানেনি গাড়ি আমার প্রেমের
অপরাধি।।
একটু দূরে গিয়ে দেখি স্টপেজ তোমার
শেষ,
নামবে এবার বৃষ্টি বুঝি এলাম মেঘের
দেশ।।
অবশেষে হাতটি আমার তোমার হাতে
রেখে,
দুজন মিলে হারিয়ে গেলাম প্রেমের
অপরাধে।।
২| ১১ ই মে, ২০১৬ বিকাল ৫:১৫
আদি শুভ বলেছেন: ধন্যবাদ।আগামীতে ভাল কিছু লেখার চেষ্টা করব।
৩| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:০০
আশরাফুল আলম আশিক বলেছেন: ভালোই
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৬ সকাল ৭:৪৮
রুদ্র জাহেদ বলেছেন: শেষটাতে অমিল।মোটামুটি ভাল লাগল
শুভ ব্লগিং