![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দপুর শহরের লিবার্টি সিনেমা হলে চলছিলো বাংলা সিনেমা 'আপন পর'। ১৯৭১ সালে শহরটাতে বাংলাদেশের যেকোনো শহরের চেয়ে বাঙ্গালী-অবাঙ্গালী অনুপাতে অনেক বেশি অবাঙ্গালি ছিলো। অবাঙ্গালী মানে উর্দুভাষী জনগন। তারাই ছিলো শহরের ক্ষমতায়। হঠাত ১৯ মার্চ সিনেমা হলে হামলা করে বসলো এই অবাঙ্গালীরা। তাদের দাবী এই শহরে শুধু উর্দু সিনেমা চলবে। এই হামলাহ আহত হলো অনেক বাঙ্গালী।
চারদিন পর। ২৩ মার্চ। পার্শ্ববর্তী জেলা দিনাজপুর থেকে কিছু আহত অবাঙ্গালী শহরে এলো। দাবী করলো- বাঙ্গালীরা তাদের আহত করেছে। এ ঘটনায় ক্ষেপে গেল অবাঙ্গালীরা। তারা ক্ষিপ্ত হয়ে বাঙ্গালীদের উপর আত্রুমণ চালালো।অনেককে সেনানিবাসে নিয়ে আটকে রাখা হলো। ভয় পেয়ে অনেক বাঙ্গালী শহরের পার্শ্ববর্তী গ্রামগুলোতে চলে গেল।
বাঙ্গালীদের ওপর এ আত্রুমণের খবর মানতে পারলেন না একজন। তিনি সৈয়দপুরের পার্শ্ববতী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের চেয়ারম্যান মাহাতাব বেগ। পরদিন ২৪ মার্চ তিনি বাঙ্গালীদের উদ্ধারের জন্য ছুটে আসেন । তার সাথে যোগ দেয় গ্রামের শত শত গ্রামবাসী। প্রায় ১০ কিলোমিটার পায়ে হেঁটে তাঁরা সৈয়দপুর শহরের কাছাকাছি চলে আসে সকাল ১০টার দিকে।
পথে শহর ঘেঁষে প্রবাহিত খড়খড়িয়া নদীর উপর ব্রিজে পাকবাহিনীর প্রতিরোধের মুখে পড়েন তাঁরা। পরে তাঁরা বসুনিয়াপাড়া ও মিস্ত্রিপাড়া মোড় হয়ে সৈয়দপুর শহরে ঢোকার চেষ্টা করলে পাকিস্তানী বাহিনীর সাথে তাদের তুমুল যুদ্ধ বাধে।
এদিনই, শহরের মিস্ত্রীপাড়া এলাকায় সম্মুখযুদ্ধে শহীদ হন মাহাতাব বেগ। এদিন তার মাথা কেটে তা নিয়ে গোটা শহরে আনন্দ মিছিল করে অবাঙ্গালীরা। তিনি সৈয়দপুরের প্রথম শহীদ। সারা দেশে পাকিস্তান বাহিনীর অতর্কিত আক্রমণের বিরুদ্ধে ২৫ মার্চ কালো রাতে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হলেও তার নেতৃত্বে সৈয়দপুরে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয় ২৪ মার্চ।
স্বাধীনতা অর্জনের দীর্ঘ ৪২ বছর পরও মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ এ সন্তানকে আজো রাষ্ট্রীভাবে কোন বীরত্বপূর্ণ উপাধি দেয়া হয়নি। উইকিপিডিয়ায় ছবি ছাড়া তার নামে বরাদ্দ হয়েছে চার পাঁচটি লাইন।
শহীদ মাহতাব বেগ সম্পর্কে আমার স্কুল জীবনের বন্ধু সাকিব বেগ এর নানা হন। সেই সূত্রে সৈয়দপুরের সম্ভ্রান্ত এই পরিবারটির যৌক্তিক অভিমানের কথা জানি। পারতপক্ষে মুক্তিযুদ্ধ নিয়ে খুব বেশি কথা বলতে চান না তারা। আজ ২৪ মার্চ। এই দিনটি সৈয়দপুরে পালিত হয় প্রত্যক্ষ প্রতিরোধ দিবস হিসেবে। আজকের এই দিনে শহীদ মাহাতাব বেগকে জানাই বিনম্র শ্রদ্ধা।
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫০
মুশাসি বলেছেন: মাহতাব বেগেরা প্রতি যুগে জন্মান না। তারা কোনো প্রাপ্তির আশায়ও অস্ত্রের মুখে দাড়ান না। রাস্ট্র তাদের প্রাপ্য সম্মান দেন নি। অন্তত একজন হলেও আজ তাকে নিয়ে জানলো। শ্রদ্ধাভরে স্বরন করলো এটাই প্রাপ্তি।
ভালো থাকবেন নিরন্তর
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১০
মুশাসি বলেছেন: ভাই,আপনার বাড়ি কি রংপুরে?
২| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫১
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: আজকের এই দিনে শহীদ মাহাতাব বেগকে জানাই বিনম্র শ্রদ্ধা।
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩
মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাই। ইতিহাস জানাতে পারাটাই আমার প্রাপ্তি, ভালো থাকবেন
৩| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭
রুদ্র মানব বলেছেন: মাহাতাব বেগকে জানাই বিনম্র শ্রদ্ধা
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮
মুশাসি বলেছেন: রুদ্রমানব আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি এই বীর রাষ্ট্রীয় সম্মাননা পাবেন
৪| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪
আহলান বলেছেন: আমরা তোমাদের ভুলবো না ....
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮
মুশাসি বলেছেন: ধন্যবাদ আহলান। এই বীরেরা আমাদের অনুপ্রেরণা।
৫| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০
বাংলার হাসান বলেছেন: মাহাতাব বেগকে জানাই বিনম্র শ্রদ্ধা
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১০
মুশাসি বলেছেন: মাহতাব বেগ আমাদের অনুপ্রেরণা
৬| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯
অদৃশ্য বলেছেন:
দারুন একটি প্রতিরোধ সম্পর্কে জানলাম...
যোদ্ধা.... যোদ্ধা
সেই যোদ্ধার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা
শুভকামনা....
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১২
মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই,
ভালো থাকবেন সবসময়
৭| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মাহাতাব বেগকে জানাই বিনম্র শ্রদ্ধা
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩
মুশাসি বলেছেন: আশা করি তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি পাবেন।
৮| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭
হাসান কালবৈশাখী বলেছেন:
বিহারি দের বিরুদ্ধে তেমন কোন ব্যাবস্থা নেয়া হয়নাই।
কাদের সিদ্দিকি কিছু বিহারি মেরেছিল .। কিন্তু ...
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২
মুশাসি বলেছেন: সবচেয়ে খারাপ লাগে বাংলাদেশের মাটিতে থেকেও এদের অনেকেই এখনো পাকিস্তানকে নিজের দেশ মনে করে। বাংলাদেশ-পাকিস্তান খেলার সময় বোঝা যায় ভয়াবহ অবস্থাটা।
৯| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
মেহেদী হাসান মানিক বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
মাহাতাব বেগকে জানাই বিনম্র শ্রদ্ধা
এরকম আরও অনেকেই এখনও আমাদের কাছে অজানাই রয়ে গেছেন।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৯
মুশাসি বলেছেন: ধন্যবাদ মানিক ভাই। পাঠে কৃতজ্ঞতা
১০| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
স্বপনীল জলরং বলেছেন: িনম্র শ্রদ্ধা !!!
আমার ফেবুতে শেয়ার করলাম।।
২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮
মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ জলরং ভাই, এভাবেই সবার সাথে আমাদের ইতিহাস শেয়ার করতে হবে। একটা প্রাপ্তি জানিয়ে রাখি, শহীদ মাহাতাব বেগের ইতিহাস অনেকের কাছে পৌছাতে পেরেছি। আমার প্রোফাইল থেকে থেকে অনেকের প্রোফাইলে শেয়ার হয়েছে, তাদের পোষ্টও শেয়ার হয়েছে বহুবার, টাইমস নিউজ২৪ পেপারে কলাম গেছে, সামুর নির্বাচিত পাতায় গেছে, অনুপ্রেরণা, মুক্তিযুদ্ধের গল্প শোনো পেজে গেছে। দুপুরে যখন লেখাটা দেই এত প্রত্যাশা ছিলো না। ধন্যবাদ সবাইকে।
১১| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১
অহন_৮০ বলেছেন: শ্রদ্ধা রইল
২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯
মুশাসি বলেছেন: ধন্যবাদ অহন ভাই, মাহাতাব বেগ রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে এই প্রত্যাশা করি।
১২| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
ড. জেকিল বলেছেন: মাহাতাব বেগ এর প্রতি রইল অসীম শ্রদ্ধা .........
২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০০
মুশাসি বলেছেন: মাহাতাব বেগ রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে এই প্রত্যাশা করি
১৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: প্রকৃত যোদ্ধারা আড়ালেই থেকে গেলেন ...
বিনম্র শ্রদ্ধা জানাই আপনাকে শহীদ মুক্তযোদ্ধা মাহতাব বেগ ।
+++++++++
২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫
মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। দেখেন তো একটু মন্ত্রনালয়ে বলে টলে এই শহীদের উপযুক্ত সম্মানের ব্যবস্থা করা যায় কিনা
১৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৪
ঘুড্ডির পাইলট বলেছেন: ভাই এমন অনেকের অবদান এর স্বিকৃতি দেয়া হয় নাই
আমার একটা ইচ্ছা আছে অস্বিকৃতি প্রাপ্ত বা স্বিকৃতির নামে যাদের অপমান করা হয় (মোখিক বা কাগজে কলমে তুচ্ছ ভাবে স্বিকৃতি দেয়া হয় ) তেমন বীর যোদ্ধাদের তালিকা তৈয়ার করে একটি সাইট বানানোর ।
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৯
মুশাসি বলেছেন: এটা জাতি হিসেবে আমাদের জন্যে অনেক বেশি লজ্জাজনক পাইলট ভাই, এই শহীদদের উপযুক্ত সম্মান পাইয়ে দেওয়ার জন্যে আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত। যাদের জন্য এই দেশ পেলাম তাদের আমরা চিনবোই না, তা কি করে হয়?
১৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:১১
মামুন রশিদ বলেছেন: স্যালুট, শহীদ মাহাতাব বেগ ।
এইরকম একজন মহান বীরের ইতিহাস তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ ভাই ।
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০১
মুশাসি বলেছেন: আমি শুধু প্রজন্মের দায়িত্ব পালনের চেষ্টা করছি মাত্র। দোয়া করবেন ভাই, আরো ইতিহাস কালেকশন করে যাতে তুলে ধরতে পারি আপনাদের সামনে।
ভালো থাকবেন নিরন্তর।
১৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮
বাংলাদেশী দালাল বলেছেন: মাহাতাব বেগ সহ জানা অ জানা সকল শহিদদের প্রতি রইল অসীম শ্রদ্ধা ।
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৬
মুশাসি বলেছেন: সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা
১৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:০০
আমি বন্য বলেছেন: মাহাতাব বেগকে জানাই বিনম্র শ্রদ্ধা
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৭
মুশাসি বলেছেন: ধন্যবাদ বন্যদ...আশা করি তিনি জাতীয় উপাধি পাবেন
১৮| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:০২
ধুম্রজ্বাল বলেছেন: তাকে সালাম জানাতে এলাম।
সে সাথে নাম না জানা বীরদের...
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১১
মুশাসি বলেছেন: ধন্যবাদ ধুম্রজাল। এই শহীদদের প্রতি রইলো লাখো সালাম
১৯| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬
উজ্জল সুত্র ধর বলেছেন: বিনম্র শ্রদ্ধা
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১১
মুশাসি বলেছেন: ধন্যবাদ উজ্জল।
আমার ব্লগে স্বাগতম দোস্ত।
২০| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০
মাগুর বলেছেন: ধন্যবাদ মুশাসি। অসাধারণ পোস্ট। এরকম অজানা অবহেলিত বীরদের কথা সবারই জানা উচিত। পোস্ট প্রিয়তে।
++++++
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩
মুশাসি বলেছেন: প্রিয়তে নেওয়ার জন্য মাগুর ভাইয়ের প্রতি রইলো কৃতজ্ঞতা
২১| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৫
স্বপনীল জলরং বলেছেন: যিনি স্বাধীনতা ঘোষণার আগেই স্বাধীনতার জন্য যুদ্ধে শহিদ হয়েছেন।।
বিনম্র সালাম আপনাকে মাহতাব বেগ এবং সেই সাথে ক্ষমাপ্রার্থী !!!!
২২| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
কালোপরী বলেছেন: মাহাতাব বেগকে জানাই বিনম্র শ্রদ্ধা
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার জেলার কাঁধেকাঁধ মিলিয়ে থাকা স্থান এবং মাহতাব বেগ বিষয়ে জেনে বেশ লাগলো।
ভাল লাগা জানবেন