![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ বলেছে যাবো যাবো
দুপুরে যখন ঝমাঝম বৃষ্টিটা নামলো তখন আমি রিকশায়। হুড খোলা। হাতে মোবাইল। যখন যন্ত্র ছিলো না, তখন কতো কী যে আনন্দে বৃষ্টি ভেজা যেতো! আর এখন যন্ত্রের মায়ায় বৃষ্টিভেজা ক্রমেই দূরে সরে যাচ্ছে।
তবুও বৃষ্টির জন্য মনে জমে থাকে অনেক আকুলতা। সেটা মাঝে মাঝেই হয়তো বৃষ্টি হয়ে ঝরে না, ঝরে বরফজমা তুষার হয়ে। বৃষ্টি এসে সহজেই তুষারকে গলিয়ে দিয়ে যায়, রৌদ্রকরোজ্জ্বল দিনগুলো হয়ে যায় আরো বৃষ্টিময়।
শুভ বৃষ্টি।
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৭
অ্যাডমায়রার বলেছেন: সত্যিই লজ্জা পেলাম গৌতম বাবু।
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৮
অ্যাডমায়রার বলেছেন: সবই আপনাদের দোয়া
২| ২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩১
যীশূ বলেছেন: হুমমম, শুভ বৃষ্টি।
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৯
অ্যাডমায়রার বলেছেন: এই পৌষ মাসে!
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৯
অ্যাডমায়রার বলেছেন: বলুন শুভ কুয়াশা।
৩| ২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:২৫
গৌতম রায় বলেছেন: শুভ কুয়াশা। শুভ শীত।
২৫ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৭
অ্যাডমায়রার বলেছেন: সবকিছু শুভ হোক
৪| ২৫ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৭
সীমানা ছাড়িয়ে বলেছেন: বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
২৫ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫০
অ্যাডমায়রার বলেছেন: নদে এলো বান
৫| ২৬ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আপনে তাইলে এইখানে?
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:০২
অ্যাডমায়রার বলেছেন: হ ভাইডি, চিন্না লইছেন মোরে? ভালা লাগলো দেইক্ষা।
৬| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:১২
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ভেব্লুর কি অবস্থা?
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:২৯
অ্যাডমায়রার বলেছেন: লগইন ব্যান ভাইডি। এইটা একজন বন্ধুর থিকা ধার পাইসি, আর নতুন নিক খুলসি একটা।
৭| ২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ২:১০
নীল ভোমরা বলেছেন:
আমি চিনি-গো চিনি তোমারে..... ওগো ছদ্মবেশী!
ঈদের শুভেচ্ছা!
২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ২:২০
অ্যাডমায়রার বলেছেন: হা হা হা...
ঈদের অনেক শুভেচ্ছা ভাইয়া। ভালো থাকুন, নিরন্তর।
৮| ২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ২:২৫
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ঈদ মোবারক..
২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৩৩
অ্যাডমায়রার বলেছেন: ঈদ মোবারক ভাইয়া... অনেক ভালো থাকুন।
৯| ০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩০
জনৈক আরাফাত বলেছেন: ইজ ইট!?
০২ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২২
অ্যাডমায়রার বলেছেন: হোয়াই নট!
১০| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৬
কাব্য বলেছেন: সুগার সুগার লাগে !?
০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৯
অ্যাডমায়রার বলেছেন: ভেবে বলছেন তো?
১১| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৪
বৈদ্যুতিক আঘাত বলেছেন: হুমম...
০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৯
অ্যাডমায়রার বলেছেন:
১২| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
স্পর্শক বলেছেন: ইডা কে ??
০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৯
অ্যাডমায়রার বলেছেন: আগে কন আম্নে কিডা?
১৩| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৭
আকাঙ্খা বলেছেন: হুমমম.......... স্থানান্তরিত?
০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৯
অ্যাডমায়রার বলেছেন: তা তো বটেই... আছো কেমন? চলছে কেমন?
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
নীল ভোমরা বলেছেন: হাই! ......হ্যালো!......
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০১
অ্যাডমায়রার বলেছেন: হ্যালো ভাইয়া... আছেন ভালো?
১৫| ২৫ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১৭
নস্টালজিক বলেছেন: আহ!বৃষ্টি...
ভালো লিখসেন আমার খুব প্রিয় একটা সাব্জেক্ট নিয়ে।
সবই যদি আপনারা লিখে ফেলেন,তো আমরা লিখবো কখন!
বৃষ্টি নিয়ে আর একটা দারুন লিখা লিখে ফেলেন,দেখি!
অভিনন্দন।।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৩
অ্যাডমায়রার বলেছেন: এটা আমার লেখা নয় কবি ভাই। এই অ্যাকাউন্টটা আমার একজন সুহৃদ ব্লগার আমাকে (অর্থাৎ 'ভেবে ভেবে বলি'কে) আপৎকালীন ব্যবহারের জন্য ধার দিয়েছিলেন। লেখাটাও ওনারই।
তবে আপনার কথাটা শুনে ভালো লাগলো। বরাবরই আমার লেখার মত কনসেপ্টের খুব অভাব। অথচ দশদিক কালো করে আসা ঘন মেঘে ভরা আকাশ, ঝমঝমিয়ে নামা বৃষ্টি, বসন্তের মাতাল বাতাস কিংবা ভরা জোছনায় বুঁদ হয়ে থাকা রাত্রি নিয়ে আর সবার মত আমারও কত পাগলামি আছে, কিন্তু লিখতে গেলেই হাত গুটিয়ে আসতে থাকে! ভালোই হলো, লেখার মত একটা টপিক পাওয়া গেলো (ধইন্যাপাতার আঁটি!)
১৬| ২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৪
ভাবের অভাব বলেছেন: আর কিছুদিন পর একটু বৃষ্টির জন্য আমরা হাহাকার করবো।
সুন্দর লেখা।
২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১১
অ্যাডমায়রার বলেছেন: ভালো কথা বলেছেন।
ভালো থাকুন ভাবের অভাব।
১৭| ২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: যন্ত্রহীন বৃষ্টি যখন হত, তখন বাইরে যাওয়া বারণ ছিল।
২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৯
অ্যাডমায়রার বলেছেন: আপনি না ইংল্যান্ডে থাকেন? ওখানকার বৃষ্টি কেমন?
১৮| ২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০১
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: নাহ, কানাডা থাকি। বছরে ২-৩ দিন বৃষ্টি হয়। বাংলাদেশের মতই!
২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৫
অ্যাডমায়রার বলেছেন: বাংলাদেশের মতই মানে! এত সুন্দর?
১৯| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১৪
নস্টালজিক বলেছেন: বৃষ্টির প্রিয় ৩ টা গানের নাম !!
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৬
অ্যাডমায়রার বলেছেন: আছে কবি ভাই। ভাবছি এ নিয়ে একটা পোস্ট দেবো কিনা।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৬
গৌতম রায় বলেছেন: দারুণ লেখা!