![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু’মুখো সাপের কথা শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন দু’মুখো মানুষ? এই বিচিত্র মানুটির নাম এডওয়ার্ড মরড্রেক। তিনি মাথার পেছনে আরেকটি মুখ নিয়ে জšে§ছেন। এখন তার দুই মুখ, একটা সামনে আর একটা মাথার পেছনে। যদিও পেছনের মুখটি দিয়ে তিনি কথা বলতে পারেন না, এই মুখ দিয়ে তিনি শুধু হাসতে এবং কাঁদতে পারেন। মরড্রেক ডাক্তারদের তার এই ‘দুষ্ট মাথা’ সরিয়ে ফেলতে বলেন। কারণ রাতে ঘুমানোর সময় তাকে এই মাথা সমস্যা সৃষ্টি করে। কিন্তু কোনো ডাক্তারই এই কাজ করতে সাহস পাননি। ২৩ বছর বয়সে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তার এই অবস্থার কারণ এখনো অজানা। কিন্তু এই অতিরিক্ত মুখটির জন্য তার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। Click This Link page_id= 61
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
শূন্য পথিক বলেছেন: ছবি কই?
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
সবুজ-ভাই বলেছেন: পেছনের মাথা টা রাতে ফিস ফিস করে তাকে শয়তানের বানী শুনাতো।তাই সে বিরক্ত থাকতেন। তার জন্ম ও মৃত্যু তারিখ জানা যায় না । তার মৃত্যু নিয়ে রহস্য আছে তবে সে আত্হত্যাই করেছেন বলা হয়। Chang Tzu Ping এর ও দুটো মুখ ছিল কিন্তু এডওয়ার্ডের টা ছিল আরেকটা মাথা। যা Pasqual Pinon এর ও ছিল কিন্তু সামনে কপালের উপরে।