নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদনান

এগুলো আমার লেখা। লেখাগুলো কপিরাইটেড।

আদনান ফায়সাল

তিনিই কাঁদান, তিনিই হাসান। তিনিই মারেন, তিনিই বাঁচান। সমস্ত প্রশংসা শুধু তাঁরই।

আদনান ফায়সাল › বিস্তারিত পোস্টঃ

শবে মেরাজের গুরুত্ব

১৮ ই জুন, ২০১২ রাত ১০:১৫

শবে মেরাজের গুরুত্ব সারা বছর নামাজ না পড়ে এই রাতে অতিরিক্ত নফল নামাজ পড়ায় মধ্যে নয়, শবে মেরাজ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণঃ



১) বায়তুল মাকদাসে পূর্বের সকল নবী রাসূলাল্লাহ (সা) এর পিছনে নামাজ পড়েছেন এক কাতারে। এটা রাসূলাল্লাহ (সা) নবী হিসাবে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।



২) আল্লাহ রাসূলাল্লাহ(সা) এমন সব সৃষ্টি দেখিয়েছেন যা কেউ দেখেনি, তিনি তাকে আল্লাহর এত কাছে নিয়ে গেছেন যেখানে অন্য কোন মানুষ এমনকি জিব্রাইল(আ) ও যেতে পারেন না। আল্লাহর কাছে রাসূলুল্লাহ(সা) এর অবস্থান যে সকল নবীর চেয়ে উপরে এই ঘটনার দ্বারা তা বুঝা যায়।



৩) এই ঘটনার অন্যতম প্রাপ্তি হল সালাত। নবী করিম (সা) কে ৫ ওয়াক্ত সালাত গিফট করার জন্য আল্লাহ সুবহানু ওয়া তা'আলা তাকে আরশ পর্যন্ত নিয়ে যান। ইসলামের অন্য কোন ইবাদতের নির্দেশ এত স্পেশাল ভাবে দেয়া হয়নি। কাজেই, আমাদের বুঝতে হবে মি'রাজের অন্যতম উদ্দেশ্য হল আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝানো।



৪) আল্লাহ সুবহানু ওয়া তা'আলা নিজে সূরা বাকারা শেষ ২ আয়াত রাসূলাল্লাহ (সা) কে তিলাওয়াত করে শুনান এই মি'রাজে। মুসা (আ) এর অনুসারীরা বলত, যে তাদের নবীর সাথে তো আল্লাহ সরাসরি কথা বলেছেন, কিন্তু মুহাম্মদ (সা) এর সাথে বলেননি। তাদের সেই অভিযোগ খন্ডিত হয় মি'রাজের ঘটনার মাধ্যমে।



মি'রাজে সবচেয়ে গুরুত্বপূর্ন নির্দেশ হল নামাজ। আসুন, এক রাতের বা শুধু রমজানের মুসল্লি না হয়ে আমরা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করি এবং কোটি কোটি বছরের দোযখের আগুণ থেকে নিজেদের রক্ষা করি।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:২১

িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: আসুন, এক রাতের বা শুধু রমজানের মুসল্লি না হয়ে আমরা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করি এবং কোটি কোটি বছরের দোযখের আগুণ থেকে নিজেদের রক্ষা করি।

২| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:২৫

ক্লাউনবয়৮৭ বলেছেন: ধর্মহীন জীবন হনু’দের জীবন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.