নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদনান

এগুলো আমার লেখা। লেখাগুলো কপিরাইটেড।

আদনান ফায়সাল

তিনিই কাঁদান, তিনিই হাসান। তিনিই মারেন, তিনিই বাঁচান। সমস্ত প্রশংসা শুধু তাঁরই।

আদনান ফায়সাল › বিস্তারিত পোস্টঃ

‘আলেকজান্ডার দি গ্রেট’ এর শেষ ইচ্ছা

২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৪৮





(নিচের কাহিনীটা সত্য হোক আর না হোক, কিন্তু এর শিক্ষাগুলো অবশ্যই সত্য)



‘আলেকজান্ডার দি গ্রেট’ বেঁচেছিলেন মাত্র ৩২ বছর। এই ছোট্ট জীবনে তিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রাচীন যুগের অন্যতম বিশাল সাম্রাজ্য। এত বড় এই যোদ্ধা মারা গিয়েছিলেন সামান্য জ্বরে আক্রান্ত হয়ে, নিজের সাম্রাজ্যের বাইরে অন্য রাজ্যে। খুব ইচ্ছা ছিল তার নিজের প্রাসাদে ফিরে মরবেন, কিন্তু মৃত্যু তাকে সেই সময় দেয়নি।



মৃত্যুশয্যায় ‘আলেকজান্ডার দি গ্রেট’ তার জেনারেলদের ডেকে তিনটি শেষ ইচ্ছার কথা বলেছিলেন।



১। তার কফিন কবরস্থানে বহন করে নিয়ে যাবে তার সাম্রাজ্যের শ্রেষ্ঠ ডাক্তারেরা



২। তাকে বহন করার রাস্তাজুড়ে ছড়িয়ে দেয়া হবে তার অগাধ সম্পদ – টাকা, স্বর্ণ, মনি-মুক্তা – যা কিছু তিনি তার ঈর্ষনীয় সাফল্যমন্ডিত জীবনে অর্জন করেছিলেন।



৩। তার হাত দুটো কফিন থেকে বাইরের দিকে ঝুলিয়ে দেয়া হবে।



আলেকজান্ডারের এই অদ্ভূত ইচ্ছাগুলো শুনে তার এক জেনারেল অবাক হয়ে তাকে প্রশ্ন করলে আলেকজান্ডার ব্যাখা করলেন।



তিনি বললেন:



১। আমি চাই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারেরা আমার কফিন বহন করুক, যাতে মানুষ উপলব্ধি করতে পারে যে, মৃত্যু যখন আসবে তখন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারেরা একসঙ্গে মিলেও সারিয়ে তুলতে পারবে না।

২। আমি চাই আমার কবরস্থানে যাওয়ার পথ সম্পদে ছড়িয়ে থাকুক, যাতে সবাই দেখতে পায় যে এই দুনিয়ায় অর্জিত সম্পদ দুনিয়াতেই থেকে যাবে।

৩। আমি চাই আমার হাত দুইটা কফিন থেকে বাইরের দিকে ঝুলে থাকুক, যাতে মানুষ শিক্ষাগ্রহণ করতে পারে যে আমরা এই দুনিয়ায় খালে হাতে এসেছিলাম, যখন সময় ফুরিয়ে যাবে তখন আবার খালি হাতেই চলে যাবো।



ঘটনা থেকে শিক্ষা:

আমরা কবরে কোনও সম্পদ নিয়ে যাবো না, রেখে যাওয়া ভালো কাজগুলোই শুধু আমাদের কাজে লাগবে। এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়, কারণ আমাদের প্রত্যেকের আয়ু নির্ধারিত করা আছে। আমরা পরিশ্রম করে টাকা-পয়সা অর্জন করতে পারবো, কিন্তু একটা সেকেন্ড সময়ও আমরা কিনতে পারবো না।



প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। আর নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে আর জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে, সেই চূড়ান্ত সফলতা লাভ করল। আর দুনিয়ার জীবনতো ধোঁকার উপকরণ ছাড়া কিছুই নয়। – (সুরা আল-ই-ইমরান ৩:১৮৫)



কৃতজ্ঞতা: http://ronrosstoday.com/?p=581



আমার ব্লগীয় ঠিকানা: adnanfaisal.wordpress.com

মন্তব্য ২১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৫১

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: খুব ই ভাল একটা লেখা। পোস্টে প্লাস। :)

২| ২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল।

৩| ২৯ শে মে, ২০১৩ সকাল ১০:৩৩

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ++++++++++++++++++

৪| ২৯ শে মে, ২০১৩ সকাল ১০:৫২

আিম এক যাযাবর বলেছেন: পোস্টে +++++, খালি হাতে এসেছিলাম, আবার খালি হাতেই চলে যাবো।

৫| ২৯ শে মে, ২০১৩ সকাল ১১:০২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সুন্দর ! তবে উনার ইচ্ছে পূরণ করা হয়েছিলো কিনা জানতে পারলে ভালো লাগত !

৬| ২৯ শে মে, ২০১৩ সকাল ১১:০৪

যক্ষা_রোগী বলেছেন: হি ইজ গ্রেট!

৭| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:০৭

মেহেরুন বলেছেন: চমৎকার পোস্ট। ভালো লাগলো।

৮| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১৯

ডি মুন বলেছেন: ভাল লাগলো :)

৯| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩২

মাহমুদুর রাহমান বলেছেন: পিলাস +

১০| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:২৪

রাতুল_শাহ বলেছেন: নতুন জানলাম, জেনে ভাল লাগলো।

১১| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা পোষ্ট +

১২| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৫৬

s r jony বলেছেন:
শিক্ষণীয় পোস্ট, +++++++++++

১৩| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: খুব ই ভাল একটা লেখা। পোস্টে প্লাস। :)

১৪| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:৩৬

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

১৫| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:২৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জানা ছিলো না, ভালো লাগলো। ধন্যবাদ

১৬| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:১৭

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: দারুণ পোস্ট
ভাললাগা রইল

১৭| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:২৪

লেজকাটা বান্দর বলেছেন: হুম খুব ভাল লিখেছেন।

১৮| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৯

মোহাম্মদ জাকারিয়া বলেছেন: অসাধারণ শিক্ষণীয় একটি পোষ্ট, আপনাকে ধন্যবাদ। কথগুলো চরম বাস্তব সবার জন্য। তবে এগুলো যে আলকজান্ডার এর কথা এ ব্যাপারে কোনও রেফারেন্স দিতে পারবেন?

২৯ শে জুন, ২০১৩ রাত ২:৫৩

আদনান ফায়সাল বলেছেন: লেখার শেষে রেফারেন্স দেয়া আছে ভাই।

১৯| ২৭ শে জুন, ২০১৩ রাত ১:২১

খেয়া ঘাট বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২০| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৭

ক্লান্ত দুচোখ বলেছেন: ঘটনা সত্যি না! আপনার দেয়া রেফারেন্স ব্লগের পেইজ, ঠিক আপনার ব্লগের লিঙ্ক দিয়ে আরেকজন রেফারেন্স দিতেই পারে তাই বলে ওটা অথেন্টিক হয়ে যায় না! সত্যি ইতিহাস জানার উপায় নেই। এ সম্পর্কে উইকিপিডিয়া বলেঃ

“On his death bed, his marshals asked him to whom he bequeathed his kingdom. Since Alexander had no obvious and legitimate heir (his son Alexander IV would be born after his death, and his other son was by a concubine, not a wife), it was a question of vital importance. There is some debate to what Alexander replied. Some believe that Alexander said, “Kratisto” (that is, “To the strongest!”) or “Krat’eroi” (to the stronger).”


আপনার ঘটনা সত্য হলে, ইতিহাসের পাতায় পাতায় লিখা থাকতো, এক ছিলো রাজা যে কিনা কবরে যাওয়ার সময় স্বর্ন, হীরা রাস্তায় ছড়ায়ে গেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.