| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথিক আদনান
আমার পরিচয় হচ্ছে আমি একজন সৃষ্টকারীর সৃষ্ট মানব। আমি চাই নিজ স্বজ্ঞানে যাতে অন্যের ক্ষতি না হয়। মানব সেবাই সৃষ্টিকর্তার সেবা। এই কথাই হোক মোর মন প্রাণে।
চল আজ দুজনে হারিয়ে যাই
ওই সুদুর নীলিমায়...
যেখানে দিগন্ত মিলেছে।
নীলাম্বর এসে মাটি ছুঁয়েছে।
অবশ্য বলতে পারিস,
পাগলামো করছি,
নীলাকাশ খুঁজছি নিশিতে।।
আমি ভাবছি অন্য কথা,
কোলাহল মুক্ত অন্য এক নগরী,
কেমন হবে তুই পাশে থাকলে সেটা
দেখতে।
শুধু তুই আর আমি....
পাখিরাও কোলাহল করবে না।
নির্জনতা নিস্তবদ্ধতায় শুধু তুই আর
আমি থাকবো,
আর ভালবাসবো।
ভালোবেসে যাবো...
©somewhere in net ltd.