নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক ধরনের মানুষ। যা কথায় নয় কাজে বিশ্বাস করি।

পথিক আদনান

আমার পরিচয় হচ্ছে আমি একজন সৃষ্টকারীর সৃষ্ট মানব। আমি চাই নিজ স্বজ্ঞানে যাতে অন্যের ক্ষতি না হয়। মানব সেবাই সৃষ্টিকর্তার সেবা। এই কথাই হোক মোর মন প্রাণে।

পথিক আদনান › বিস্তারিত পোস্টঃ

অভিসার

৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

অভিসার শেষে কোন এক নির্ঘুম রাতে
তোর এলোমেলো কেশ গুলো গুঁছিয়ে দেবো আমার হাতে
তুই লাজুক হেসে আমার বুকে এসে মুখ গুঁজবি
এমনি করে হাজার রাত্রি আমার কাছে সুখ খুঁজবি
আমি তোর চোখে চোখ রেখে সপে দেবো মন
বোবা চারখানা ঠোঁট এক হয়ে করবে আলাপন
চিরচেনা নিয়মে উষ্ণ আদরে সিক্ত হবো দুজনা
খুনসুটিতে ব্যস্ত অধর দুটি ধরবে হরেক বাহানা
তোর চিমটি চিমটি ভালোবাসা হৃদয়ে করবো ধারন
আমাদের অভিসার পৃথিবী জুড়ে তুলবে আলোড়ন
আমি সহস্র যুগ ধরে তোর নখের আচড় বুকে করবো লালন
সীমাহীনপ্রায় আমার ঘাম ঝরানো সুখ খুশিতে করবে আস্ফালন তোর মায়াতে বুকের ভিটাতে লিখে দেবো তোর নাম আজকে থেকে প্রতি দিবস রজনী আমি তোর হয়ে গেলাম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.