![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুরা আনআম,আয়াত# ১৫৩ (সরলপথের ব্যাখ্যা)
“এবং এটাই আমার সরল পথ(১),সুতরাং এরই অনুসরন কর।আর(অন্য) পথসমুহ অবলম্বন করো না,করলে তা তোমাদের আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে।তিনি এসব নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সাবধান হও।“
সঠিক তাফসীরঃ(১)
সে পথই আল্লাহর সরল পথ যা তিনি স্বীয় প্রিয় ও সত্য নবী(সাঃ)এর মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দিয়েছেনঃ “ আমি তোমাদের মধ্যে অতি ভারী ২টি বস্তু রেখে যাচ্ছিঃএকটি আল্লাহর কিতাব,অপরটি আমার রক্ত সম্পর্কীয় নিকটাত্নীয় ও আহলে বাইত।যদি তোমরা উভয়কে ধারন করে থাক,তবে আমার পর কখনো পথভ্রষ্ট হবে না;আর এ ২টি হাউজে কাউসারে আমার সঙ্গে সাক্ষাত না করা পর্যন্ত কখনোই বিচ্ছিন্ন হবে না।(মুসনাদে আহমাদ,১৬তম খন্ড,পাতা-৩৮,হাদিস# ৩১৬২৯;যাইদ ইবনে সাবিত সুত্রে ।সহী তিরমিজি,৬ষ্ট খন্ড,পাতা-৩৩৫;জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী সুত্রে,আল বিদায়া ওয়ান নেহায়া,ইবনে কাসীর,৭ম খন্ড,পাতা-৬৬৭।এখন প্রত্যেক মানুষ বুঝে ন্যায়সঙ্গতভাবে চিন্তা করে দেখুক যে, সে কুরান ও আহলে বাইতের কথা ও কর্মপদ্বতির নিরিখে কর্মরত কিনা।যদি কর্মরত হয়ে থাকে তবে সে কখনোই পথভ্রষ্ট নয় এবং এটাই সরল পথ।
মওলানা মউদুদীর মিথ্যা ব্যাখ্যাঃ
যে স্বাভাবিক ও প্রাকৃতিক অংগীকারের কথা উল্লেখিত হয়েছে তার অনিবার্য দাবী হচ্ছে এই যে, মানুষ তার রবের দেখানো পথে চলবে। কারণ তার রবের নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নেয়া এবং আত্মম্ভরিতা, স্বেচ্ছাচার ও অন্যের দাসত্বের পথে পা বাড়ানো মানুষের পক্ষ থেকে সে অংগীকারের প্রাথমিক বিরুদ্ধাচরণ হিসেবে পরিগণিত হবে। এরপর প্রতি পদক্ষেপে তার ধারাগুলো লংঘিত হতে থাকবে। এ ছাড়াও মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ প্রদত্ত পথনির্দেশ গ্রহণ করে তাঁর দেখানো পথে জীবন যাপন করে না ততক্ষণ পর্যন্ত তার পক্ষে এ অত্যন্ত নাজুক, ব্যাপক ও জটিল দায়িত্ব পালন করা কোনক্রমেই সম্ভবপর হয় না। আল্লাহ প্রদত্ত এ পথনির্দেশ গ্রহণ না করার ফলে মানুষকে দু'টি বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়। এক, অন্য পথ অবলম্বন করার কারণে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের একমাত্র পথ থেকে মানুষ অনিবার্যভাবে সরে যায়। দুই, এ সঠিক এ পথ থেকে সরে যাওয়ার সাথে সাথেই অসংখ্য সরু সরু পথ সামনে এসে যায়। এ পথগুলোয় চলতে গিয়ে দিক ভ্রান্ত হয়ে সমগ্র মানব সমাজ বিক্ষিপ্ত ও বিপর্যস্ত হয়ে পড়ে। মানব সমাজের এ বিপর্যয় ও বিক্ষিপ্ততা তার উন্নতি ও পূর্ণতা প্রাপ্তির সুখ স্বপ্নকে চিরতরে ধুলিস্মাত করে দেয়। এ দু'টি ক্ষতিকে এখানে নিম্নোক্ত বাক্যের মধ্যে এভাবে বর্ণনা করা হয়েছে: "অন্য পথে চলো না, কারণ তা তোমাদেরকে তাঁর পথ থেকে সরিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে"। (সূরা আল মায়েদাহর ৩৫ টীকাটিও দেখুন)।
সুরা আনআম,আয়াত# ১৫৯ (যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে)
“যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত(১) হয়েছে তাঁদের সঙ্গে তোমার কোন সম্পর্ক নেই,তাদের ব্যাপার কেবল আল্লাহর অধীন”।
সঠিক তাফসীরঃ(১)
এজন্যই মহানবী(সাঃ) বলেছেন, ‘হযরত মুসার(আঃ) উম্মতে ৭১ দল ছিল,তার মধ্যে শুধু একদল মুক্তি প্রাপ্ত,অবশিষ্ট সকলেই জাহান্নামী।রাসুল(সাঃ) বলেছেন, “ আমার উম্মতেরা আমার পর ৭৩ দলে বিভক্ত হয়ে পড়বে,এদের মধ্যে ১টি দল মুক্তি পাবে,আর বাকি দলগুলো পথভ্রষ্ট বা তারা জাহান্নামী হবে”।(সুত্রঃ মুসতাদ্রাকে হাকেম,খন্ড-৩,পাতা-১০৯; মুসনাদে হাম্বাল,খন্ড ৩,পাতা-১৪;তিরমিজি,খন্ড-৫,হাদিস # ২৬৪২(ইসলামিক ফাউন্ডেশন)।
রাসুল(সাঃ) বলেছেন, “ সুসংবাদ! হে আলী,নিশ্চয়ই তুমি এবং তোমার অনুসারিগন(শিয়াগন) জান্নাতে প্রবেশ করবে”।(সুত্রঃ তারিখে দামেস্ক(ইবনে আসাকির,খন্ড-২,পাতা-৪৪২;হাদিস# ৯৫১;নুরুল আবসার(শিবলাঞ্জী),পাতা-৭১,১০২;ইয়া নাবিউল মুয়াদ্দাহ,পাতা-৬২;তাতহিরাতুল খাওয়াস(ইবনে জাওজী আল হানাফী),পাতা-১৮;তাফসীরে ফাতহুল কাদীর(আল শাওকানী),খন্ড-৫,পাতা-৪৭৭;তাফসীরে রুহুল মায়ানী আলুসী,খন্ড-৩০,পাতা-২০৭;ফারাইদ সিমতাইন(ইবনে শাব্বাঘ),খন্ড-১,পাতা-১৫৬;তাফসীরে দুররে মানসুর,খন্ড-৬,পাতা-১২২;মানাকিব(ইবনে আল মাগাজেলী),পাতা-১১৩;মুখতাসার তারিখে দামেস্ক,খন্ড-৩,পাতা-১০;মিয়ান আল ইতিদাল,খন্ড-২,পাতা-৩১৩;আরজাহুল মাতালেব,পাতা-১২২,১২৩,৮৭৭(উর্দু),তাফসীরে তাবারী,খন্ড-৩০,পাতা-১৪৭;ফুসুল আল মাহিম্মা,পাতা-১২২;কিফায়াতুল তালেব,পাতা ১১৯;আহমাদ ইবনে হাম্বাল,খন্ড-২,পাতা-৬৫৫;হুলিয়াতুল আউলিয়া,খন্ড-৪,পাতা৩২৯;তারিখে বাগদাদ,খন্ড-১২,পাতা-২৮৯;আল তাবরানী মুজাম আল কাবির,খন্ড-১,পাতা-৩১৯; আল হায়সামী মাজমা আল জাওয়াইদ,খন্ড-১০,পাতা-২১-২২;ইবনে আসাকীর তারিখে দামেস্ক,খন্ড-৪২,পাতা-৩৩১;আল হায়সামী আল সাওয়ায়িক আল মুহারিকা,পাতা-২৪৭;মুয়াদ্দাতুল কুরবা,পাতা-৯২;তাফসীরে ফাতহুল বায়ান,খন্ড-১০,পাতা-২২৩(নবাব সিদ্দিক হাসান খ ভুপালী,আহলে হাদিস);তাফসীরে ফাতহে কাদীর,খন্ড-৫,পাতা-৬৪,৬২৪;সাওয়ারেক আল মুহারেকা( ইবনে হাজার মাকিক),পাতা-৯৬;শাওয়াহেদুত তাঞ্জিল,খন্ড-২,পাতা-৩৫৬;মুসনাদে হাম্বাল,খন্ড-৫,পাতা-২৮;নুজহাত আল মাজালিস,খন্ড-২,পাতা-১৮৩;মানাকেব(আল খাওয়ারেজমী),খন্ড-৬,পাতা-৬৩।
০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৭
আল মাহদী ফোর্স বলেছেন: আসসালামু আলাইকুম।সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।জাজাকাল্লাহু খইরান।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৬
নুর ইসলাম রফিক বলেছেন: কুরানের সত্য ব্যাখ্যা তুলে ধরার জন্য ধন্যবাদ।
হ্যা নিশ্চই এই পোষ্ট ভালো, এবং প্রশংসার অধিকার রাখে।
আমার মনে হয় আপনার শিরোনাম পরিবর্তন করা উচিত।
আপনার মুল্য পোষ্টের সাথে মিল রেখে শিরোনাম দিলে আরো ভালো লাগতো।