![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৫২ সালে খাজা নিজামুদ্দিন গং যেমন বাংলাকে হত্যা করতে চেয়েছিল, আজ একযুগ ধরে মোস্তফা জব্বার তার সুকৌশলি পদ্ধতিতে বাংলার শ্বাস-রোধ করছেন। নিজে সরকার/প্রশাসনকে বগলজাত করে সকল বাংলাভাষীর কাছ থেকে বাংলা লিখতে গেলেই তাকে টাকা দিতে বাধ্য করছেন। প্রতি বাংলা কি-বোর্ড বিক্রি হলে তার নিজের পকেটে দশ টাকা করে গুনে নিচ্ছেন।
পক্ষান্তরে তরুণ সমাজ অভ্র, রিদ্মিক তৈরি করে বাংলা লেখাকে জনপ্রিয় করে তুলেছে, বাংলাকে ছড়িয়ে দিয়েছে ফেসবুকে ব্লগে। তারা একটি টাকাও কখনো কারো কাছ থেকে নেয়নি। অথচ, সেটা জব্বার সাহেবের সহ্য হয়নি। সেখানেও তার ভাগ চাই। মুক্তেযুদ্ধে শহীদ মুনির এর তৈরী কিবোর্ড খানিকটা পরিবর্তন করে নিজের নামে পেটেন্ট করে 'মালিক' হয়ে গিয়েছেন। এরপর একের পর এক মামলা করে সবাইকে সেই কিবোর্ড ব্যাবহারের জন্য অর্থ আদায় করছেন।
তিনি মামলা করেছনে অভ্র এর বিরুদ্ধে। সম্প্রতি রিপোর্ট করে এন্ড্রইড স্টোর থেকে রিডমিক কি-বোর্ড সরিয়ে ফেলতে সমর্থ হয়েছেন
অর্থলোভী এই মানুষটার প্রতি ধিক্কার জানাই। তার কাছে জানতে চাই কত টাকা পেলে উনি বাংলাকে মুক্তি দেবেন? আমরা লক্ষ কোটি বাঙ্গালী চাঁদা তুলে আপনাকে সেই টাকা দেব। আপনি বাংলাকে আর বন্দী রাখবেন না।
জয় বাংলা
২| ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৪
হামিদ আহসান বলেছেন: মো জ এর প্রতি ধিক্কার ........
৩| ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৩
নিমতিতা বলেছেন: এই লোক মহা ধুরন্ধর।
কোয়ালিটি প্রডাক্ট বানাইলে মানুষ এমনেই আসবে।
৪| ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২৬
মিন্টুর নগর সংবাদ বলেছেন: এটা জয় বাংলার প্রতিদাণ এমনটাই হওয়ার কথা ।
০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৬
এম ঢাকা বলেছেন: জয় বাংলার প্রতিদাণ এমনটাই হওয়ার কথা ---- মানে কি?
৫| ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৪
মিন্টুর নগর সংবাদ বলেছেন: অভ্র জন্য মামলা করলো কেন ?
এদেশের অন্য নাগরিকেও সম অধিকার আছে সফট্যয়ওয়ার বানানোর ।
এটাই সত্য মো জ উনি চায় ডাল পচা আলু পচা উনি যা খাওয়াইবো আমরা যেন তাই খাই।
৬| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১২
মাঘের নীল আকাশ বলেছেন: বুঝলাম না!
৭| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩০
নিস্পাপ একজন বলেছেন: কাগু ক্ষেইপ্যা গেছে, ব্যবসায় লাল বাত্তি জলায়ে দিছে অভ্র। কাগু এর আগেও বহু চেষ্টা করেছে অভ্ররে দাবায়ে নিজের আখের গুছাইতে। পারে নাই।
৮| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০০
সানি জামান বলেছেন: সবাই একজোট হয়ে জব্বারের বিরুদ্ধে লড়াই করা উচিৎ।
৯| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৩
আদরসারািদন বলেছেন: ফোনে একদিন ওনার সাথে কথা হয়, আমার পিসিতে বাংলা লিখতে ছোট একটা সমস্যা হয়েছে বলে। উনি আমাকে বুদ্বি দিয়েছেন, বিজয় কিনে ব্যবহার করার জন্য। সেই থেকে আমি এখন অভ্রই ব্যবহার করি।
০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২২
এম ঢাকা বলেছেন: হ, আমিও তাই
১০| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৫
আদরসারািদন বলেছেন: "জয় অভ্র, করি বাংলায় চিৎকার"
১১| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৪
ইয়াশফিশামসইকবাল বলেছেন: জববার কে গদাম দেওয়া হোক....
১২| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখাটি আরো গুছানো হলে ভালো হত। কিন্তু কি আর করা! আমি প্রতিবাদ জানাই। উনার এই ধরনের কর্মকান্ড সমর্থন যোগ্য নয়।
১৩| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৫
সোহানী বলেছেন: তরুন প্রজন্ম পারে না এমন কাজ নেই.... সে আশায়........
১৪| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৯
ভিটামিন সি বলেছেন: ২০০৪ না ২০০৫ সালেই গিয়েছিলাম কম্পিউটার মেলায়। সেই বছর ভাসানী নভোথিয়েটারে মেলা হয়েছিলো। কাগুর স্টলও ছিলো সেখানে। আমি একটা প্রিন্টার ও মাউস কিনে তার স্টলে রাখা কিবোর্ড হাত দিয়ে নাড়া-চাড়া করে দেখছিলাম। কাগু এমনভাবে আমাকে ধরলো তার কি বোর্ড কেনার জন্য যেন একেবারে গুলিস্তানের ফুটপাতের দোকানী। কাগুকে বললাম আমি প্রিন্টার কেনার জন্য ময়মনসিংহ থেকে এসেছি। তার উপর মাউস ও কিনেছি ১৮০ টাকায়; এখন আর আমার কাছে কিবোর্ড কেনার মতো টাকা নেই। ৭০ টাকা আছে ময়মনসিংহ যাবার ভাড়া। তখন কাগু আমাকে ছাড়ে।
২য় বার গেলাম কাগুর আনন্দ কম্পিউটার্সে মতিঝিলে সেটাও ২০০৫ এর শেষের দিকে। এইবার গিয়েছিলাম যে সেখানে সফটওয়্যার ডেভেলপমেন্টে আমাদের কোর্সের বাস্তব প্রশিক্ষন করা যায় কিনা। কাগু জানাইলো তার এখানে করা যাবে না। কাগুর অফিসের ভিত্রে উকি দিয়া দেখি ২ ডা পুলা আর ১০/১২ টা মেয়ে কাজ করতেছে। মনডাই কইলো কাগুর নজর খারাপ। নইলে কাগুর এখানে ছেলেঃ মেয়ে সমান অনুপাতে জব করতো।
১৫| ০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
প্রতিবাদ জানাই।
১৬| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৩
সোহেলী সুলতানা বলেছেন: Boycott Him
১৭| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৪
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: এই অর্থলোভী মানুষটিকে ধিক্কার জানায়।
১৮| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ২:৫৪
পাগলা বস বলেছেন: সময়ের প্রয়োজনে প্রযুক্তিতে পরিবর্তন আসবেই, বিজয় কি বোর্ড এর অবদান ছোট করে দেখারও সুযোগ নেই, জাব্বার সাহেবের উচিৎ ছিল এদের স্বাগত জানিয়ে তরণ প্রজন্ম কে উতসাহ দেয়া, মাগার উনি উল্টো মামলা টুকে দিলেন! এইডা কুনু কতা হইল বাজান!!!
১৯| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ২:৫৪
পাগলা বস বলেছেন: সময়ের প্রয়োজনে প্রযুক্তিতে পরিবর্তন আসবেই, বিজয় কি বোর্ড এর অবদান ছোট করে দেখারও সুযোগ নেই, জাব্বার সাহেবের উচিৎ ছিল এদের স্বাগত জানিয়ে তরণ প্রজন্ম কে উতসাহ দেয়া, মাগার উনি উল্টো মামলা টুকে দিলেন! এইডা কুনু কতা হইল বাজান!!!
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২৯
প্রামানিক বলেছেন: জয় বাংলা