নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তপ্ত চাঁদের আলোয় পুড়ি / হয়ে সুখের অসুখে বিদ্ধ, / তীব্র আলোয় আঁধার খুঁজি / যেথা সকল কষ্ট নিষিদ্ধ।

অদ্রি অপূর্ব

।। কবি নয়, অ-কবি ।। ।। প্রকাশিত কাব্যগ্রন্থ : কষ্ট নিষিদ্ধ ।। ।। প্রথম প্রকাশ : অমর একুশে গ্রন্থমেলা ২০১১ ।। ।। প্রকাশনী : সাহিত্যদেশ ।।

অদ্রি অপূর্ব › বিস্তারিত পোস্টঃ

হে নারী

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯





হে নারী –

তুমি বলেছিলে কবির কবিতা তোমার

ভালোলাগে, ভালোবাসো খুবই কিন্তু

কবিকে ভালোবাসতে তোমার বড্ড করে ভয়।



কবিকে ভালোবাসা বা বোঝা দূরে থাক,

তুমি নিজেই কি নিজেকে বুঝতে পারো নারী?



তোমার এই মনোভাবের কারণ জেনে

তোমার সব কথা আমি মেনেও নিই যদি –

তবু প্রশ্ন করি, তথাকথিত বদ লম্পট কবিই দেখেছো শুধু,

ওরকম বা পশুর চেয়ে হিংস্র মানুষ কি কখনো দেখনি?

কবি এবং মানুষ কি ভিন্ন কোনো প্রাণী!



আমি কবি নই, তবুও জানি এবং মানি –

কবিরা সকলের কষ্ট ধারণ করে নিজ বুকে।

কবির কলম মানুষকে উদ্দীপ্ত করে, আবেগ জাগায় যেমন,

তেমন প্রতিশোধের হাতিয়ারও হয় উত্তাল একাত্তরে।



হে নারী –

মানবতা ছাড়া আমি আর কোন ধর্ম মানি না,

তবে তুমি চাও যদি বাইবেল, কোরআন, গীতা ছুঁয়ে

অন্তর থেকে বলতে পারি –

তোমার মনের চেয়ে সুগভীর অন্য কোনো

সমুদ্র কোথাও দেখিনি কোনোদিন

যেখানে নিমিষেই হারিয়ে যাওয়া যায়।



আমি জানি, তুমি চাইলেই অনেক মানুষ প্রেমিক

সাত সমুদ্র তের নদী পাড়ি দিতে পারে,

কেউবা অনায়াসে আকাশের চাঁদ এনে দিতে পারে –

অথচ আমি সহজ সরল ভালোবাসা

আর কবিতার কয়েক স্তবক ছাড়া

তোমাকে আর কিছুই পারি না দিতে।



হে নারী –

আমি কবি নই, নই দেবদূতও;

আমিও সাধারণ এক মানুষ।

পুরুষ ভেবে প্রেমিকের মতো ভালো না বাসলেও

মানুষের প্রতি অন্য মানুষের ভালোবাসার মতো

একজন মানুষ হিসেবে আমাকেও ভালোবাসা যায়



© অদ্রি অপূর্ব

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

গ্রাম্যবালিকা বলেছেন: নিচের কথাগুলো সত্য! হাহাহাহা। চমৎকার লিখেছেন


হে নারী –
তুমি বলেছিলে কবির কবিতা তোমার
ভালোলাগে, ভালোবাসো খুবই কিন্তু
কবিকে ভালোবাসতে তোমার বড্ড করে ভয়।

২৫ শে মে, ২০১৩ রাত ৯:৩৭

অদ্রি অপূর্ব বলেছেন: হায়রে মানবী!!!
কবিতা লিখেই হলাম তবে দোষী???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.