![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। কবি নয়, অ-কবি ।। ।। প্রকাশিত কাব্যগ্রন্থ : কষ্ট নিষিদ্ধ ।। ।। প্রথম প্রকাশ : অমর একুশে গ্রন্থমেলা ২০১১ ।। ।। প্রকাশনী : সাহিত্যদেশ ।।
বন্দী রাতে একলা স্মৃতি দেয়াল জুড়ে করছে ভীড়,
অষ্টপ্রহর দৃষ্টি কাড়ে ফেলে আসা নষ্টনীড়।
একলা বাতাস, একলা সময় যাচ্ছে ছুঁয়ে শূন্য হাত -
একলা আমার নির্বাসনে ভুল সময়ের বৃষ্টিপাত।
ভুল বাগানে ভুল স্লোগানে করছি...
আমি অসংখ্যবার মেতেছি শব্দ ভাংচুরের খেলায়,
চোখের সামনে জীবন্ত স্বপ্নিল স্বপ্নকে
খুন হতে যেতে দেখেছি নিঃসঙ্গ নির্জনতায়।
অস্বাভাবিক রক্তক্ষরণে নীল হয়ে যাওয়া শরীরে
অমীমাংসিত দুর্যোগের রাত কাটিয়েছি দ্বিধাহীন -
তবু একফোঁটা আর্তনাদও জমেনি এ বুকে।
পকেটভর্তি...
আছি -
তোমার সকালবেলার চায়ের কাপে,
মনের সিড়ির প্রতি ধাপে ধাপে,
আলো আঁধারের সন্ধিক্ষণে জেগে আছি।
আছি -
তোমার সকল খেয়ালে বেখেয়ালে,
ভেতর বাহিরের তাবৎ দোলাচলে,
ভুল শুদ্ধের মাঝখানে ঠিক আছি।
আছি -
তোমার প্রিয় অপ্রিয় স্মৃতির মায়ায়,
প্রতি পদক্ষেপের...
একটা শব্দের খোঁজেই কেটে যাচ্ছে দিনগুলো,
একটা শব্দের খোঁজেই যেন এ জীবনযাপন।
এতো গোলাপের লাশ, এতো ধ্বংসের শ্মশান
সব পেরিয়ে এগিয়ে চলেছি একটা শব্দের খোঁজে।
এ মন কখনো আনমনে খুঁজে...
বুকের ভেতর ক্ষতের বুনন নিয়ে চলছি একাই...
ঐশী প্রথমে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় এবং সে উদ্দেশ্যে একটি সুইসাইডাল নোটও লিখেছিলো যে নোটে উঠে এসেছে তার মনের একান্ত গোপন কিছু কথা। নোটটি যদিও কাউকে উদ্দেশ্য করে লিখা হয়নি, তারপরও...
হে মানবী আজকে তুমি শুধু একবার এসো ফিরে –
কি সুখে আছি দেখে যাও এই ব্যস্ত জীবন ঘিরে।
চাইলে তুমি শুনতে পারো তুমিহীনা জীবন ইতিহাস,...
আমার স্মৃতি হয়ে যাওয়া অস্থিরতার সুতীক্ষ্ণ চিৎকারে
অবশ অনুভূতির বর্তমান আজ মুখ থুবড়ে পড়ে।...
গোলপুকুর পাড়ের রাস্তা ধরে হেঁটে চলেছি –
একা আমি হাঁটছি তো হাঁটছি,
মনে হচ্ছে অনন্তকাল ধরে চলছি হেঁটে...
©somewhere in net ltd.