![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। কবি নয়, অ-কবি ।। ।। প্রকাশিত কাব্যগ্রন্থ : কষ্ট নিষিদ্ধ ।। ।। প্রথম প্রকাশ : অমর একুশে গ্রন্থমেলা ২০১১ ।। ।। প্রকাশনী : সাহিত্যদেশ ।।
আমার স্মৃতি হয়ে যাওয়া অস্থিরতার সুতীক্ষ্ণ চিৎকারে
অবশ অনুভূতির বর্তমান আজ মুখ থুবড়ে পড়ে।
অস্থিরতা ফিরেছে আবার, ভিড়েছে গহীন মনের কূলে;
কে জানে হায় কার ইশারায় এই ফেরা সদলবলে।
ফিরিয়ে দিয়েছো অতীত তাই টলোমল করছে ভবিষ্যৎ,
অতীতেরই কাছে শেখা চাইতে হয় না কৈফিয়ত।
তাই জানতে না চাই কোন খেয়ালে দু’হাত ছুঁয়ে দিলে
অনুভূতিহীন অবোধ আমার বোধ ফেরাবার ছলে।
© অদ্রি অপূর্ব
১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৮
অদ্রি অপূর্ব বলেছেন: এতো + কোথায় রাখি! ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৩ রাত ১০:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: আমার স্মৃতি হয়ে যাওয়া অস্থিরতার সুতীক্ষ্ণ চিৎকারে
অবশ অনুভূতির বর্তমান আজ মুখ থুবড়ে পড়ে।+++++++++++