![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। কবি নয়, অ-কবি ।। ।। প্রকাশিত কাব্যগ্রন্থ : কষ্ট নিষিদ্ধ ।। ।। প্রথম প্রকাশ : অমর একুশে গ্রন্থমেলা ২০১১ ।। ।। প্রকাশনী : সাহিত্যদেশ ।।
বলিভিয়ার জঙ্গলের নিদারুণ লণ্ডভণ্ড ল্যান্ডস্কেপ,
হাভানা চুরুটের খসে পড়া কিছু ছাই,
নতুন একটি ভোরের অপেক্ষায় থাকা সূর্য
গা ঢাকা দিয়ে আছে কোনো বিপ্লবীর মতো দুর্নিবার প্রত্যাশায় –
এইটুকু দৃশ্য শুধু পড়ে আছে আমার স্বপ্নকাঠের টেবিলে।
মধ্যরাতের বুক চিরে এক পৃথিবী আকাশ বাতাস হাহাকার
তোমার নাম ধরে ডাকতে থাকে বারংবার।
কবিতার প্রতিটি কালো অক্ষরগুলো
আর্তনাদ করতে করতে হঠাৎ বিপ্লবী হয়ে উঠে।
তোমার জন্য, শুধু তোমারই জন্য
হে একটি বিষণ্ণ হাসিমাখা মুখ –
যার বীরোচিত সব লড়াইয়ে অস্ত্রের পাশে
ঠাই পেতো পাবলো নেরুদা’র কবিতা।
আরবানো’র মতো আমাকেও তুমি ভাবতে শিখিয়েছো,
শিখিয়েছো পৃথিবীর সর্বোত্তম বিষয় –
মানুষের মতো একজন মানুষ হতে।
স্বাধীনচেতা প্রতিটি মানুষের জন্য তোমার জীবন একটি প্রেরণা।
কে বলে তোমার মৃত্যু হয়েছে?
ব্রহ্মাণ্ডের অতীত বিশালতা নিয়ে
আজো তুমি আছো বেঁচে।
তোমার হাতের চুরুট নিভেছে কে বলে?
সেই অতি পরিচিত চুরুটের আগুন
আজ কোটি হৃদয়ের গভীরে জ্বলে।
কোনো এক নিভৃত ভাষায়
দুঃখ তোমার নাম লিখে রাখে শূন্যতায়।
এই পৃথিবীর সাধ্য আছে কার
বঞ্চিত করে তোমাকে আলিঙ্গন থেকে অমরতার?
কোনো কোনো মৃত্যু জীবনের চেয়েও মহিমান্বিত –
জানতো না তারা তোমার শব নিয়ে টানাটানি যারা
করেছে সেসব কুকুর আর শেয়ালের পাল।
ওরা না জেনে তোমায় ছুঁড়ে ফেলেছিলো অবহেলায়
ছোট্ট একটি কফিনে পুরে, জানতো না
তাতে তোমার বিস্তৃতি হবে সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে।
ঘটনাটি যতো বিরাট – পৃথিবীর কোনো কবিতা
সেই উচ্চতা ছুঁতে না পেরে নতজানু হয়ে
তোমার কাছে ক্ষমা ভিক্ষা করে।
কোনো কবিতার সাধ্য কি আছে সেই উচ্চতা ছোঁয়!
© অদ্রি অপূর্ব
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৩৫
অদ্রি অপূর্ব বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল।
২| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:২৬
পরিতোষ পাল বলেছেন: চমৎকার কবিতাটা। তবে প্রকাশ করতে বিলম্ব হয়ে গেল
১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:২০
অদ্রি অপূর্ব বলেছেন: ঠিক বলেছেন। তবে একেবারে না হওয়ার চেয়ে দেরীতে হওয়াও ভালো। ভালো থাকবেন।
৩| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৫
বাতায়ন এ আমরা কজন বলেছেন:
চে,
তোমার পানে চেয়ে
অচেনা পথিক পাবে তার পথ,
যুগে যুগে বিপ্লবীরা
তোমাতেই সমাহিত থেকে
বয়ে চলে তাদের বিজয় রথ।
যে এক চে, কে
ওরা হারাতে চেয়েছিল,
তারা বোঝেনি
চের নেভানো চুরুটের আগুন
কোন একদিন আকাশ ছোবে।
বোঝেনি তারা, চে, রা মরেনা
অমর তারা বারবার জন্ম নেয়
ক্ষনে ক্ষনে, ঘরে ঘরে।
সালাম তোমাকে চে,
আর আমরাও বসে আছি
কোন এক চে,র পথ চেয়ে।
-------------------------------------------------
কবিতায় অসম্ভবরকম ভালো লাগা রেখে গেলাম।
১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:২২
অদ্রি অপূর্ব বলেছেন: যে ভালোলাগা রেখে গিয়েছেন তার জন্য আমি আনন্দিত। ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ঘটনাটি যতো বিরাট – পৃথিবীর কোনো কবিতা
সেই উচ্চতা ছুঁতে না পেরে নতজানু হয়ে
তোমার কাছে ক্ষমা ভিক্ষা করে।
কোনো কবিতার সাধ্য কি আছে সেই উচ্চতা ছোঁয়!
আসলেই কোন কবিতার সাধ্য নেই তাকে ছোয়ার অসাধারণ কবিতায় ১ম ভাল লাগা ।