![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। কবি নয়, অ-কবি ।। ।। প্রকাশিত কাব্যগ্রন্থ : কষ্ট নিষিদ্ধ ।। ।। প্রথম প্রকাশ : অমর একুশে গ্রন্থমেলা ২০১১ ।। ।। প্রকাশনী : সাহিত্যদেশ ।।
গোলপুকুর পাড়ের রাস্তা ধরে হেঁটে চলেছি –
একা আমি হাঁটছি তো হাঁটছি,
মনে হচ্ছে অনন্তকাল ধরে চলছি হেঁটে
রাস্তা তবুও শেষ হবার নয়।
অথচ একসময় মনে হতো –
কিভাবে এতো তাড়াতাড়ি পেরিয়ে এলাম
এই সুদীর্ঘ অনন্ত পথ।
এই পথ তো শেষ না হলেই ভালো ছিল।
তুমি কি জানো মেয়ে কেন এমন হতো?
কারণ তখন তুমি থাকতে আমার পাশে।
তারপর একসময় সব স্মৃতিই
সোনালী পালক হয়ে যায়, জানি।
এও জানি সেই রাস্তা দিয়ে
শান্ত, স্নিগ্ধ, মায়াময়ী চেহারার
একটি মেয়ের সাথে আর কোনোদিন
পাশাপাশি হাঁটা হবে না।
যে চেহারা যুগ যুগ ধরে দেখা যায়,
কোনোদিন ম্লান হবার নয়।
তাই আজ স্বপ্ন দেখি না আমি
ভেঙ্গে যাবে এই ভেবে,
ভাবনায় ডুবে থাকি –
কিছু একটা সৃষ্টি করবো এই আশায়।
কিন্তু সৃষ্টি করতে আমি অপারগ;
কোনো কিছুতেই পাই না আজ প্রেরণা,
মনে হয় – সব অপূর্ণতাই আমার প্রাপ্তি।
তবুও আমি আশায় থাকি
যদি সব মিথ্যে একদিন সত্যি হয়!
জানি নিরাশ হবো, তবুও।
আজ আমার কোনো ব্যস্ততা নেই,
নেই কোনো পিছুটান, কারও প্রতীক্ষা।
এভাবেই কেটে যাবে দিনের পর দিন,
সবাই ব্যস্ত থাকবে মেটাতে তার প্রয়োজন;
আর আমি – চলতে থাকবো
আমার অজানা গন্তব্যের উদ্দেশ্যে।
তবুও হারানো স্মৃতিতে ভেসে ভেসে
কষ্ট নিয়ে দূর তেপান্তরে যাবো
কোনো একদিন শুধু তোমার কাছে
স্পর্শ নিতে ভালোবাসার...
© অদ্রি অপূর্ব
২৭ শে জুন, ২০১৩ সকাল ১০:৫১
অদ্রি অপূর্ব বলেছেন: ধন্যবাদ।
২| ২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৩৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বাহ........
২৭ শে জুন, ২০১৩ সকাল ১০:৫১
অদ্রি অপূর্ব বলেছেন: ধন্যবাদ।
৩| ২৬ শে জুন, ২০১৩ রাত ১০:৩৮
মাক্স বলেছেন: সুন্দর!
২৭ শে জুন, ২০১৩ সকাল ১০:৫১
অদ্রি অপূর্ব বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !