নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তপ্ত চাঁদের আলোয় পুড়ি / হয়ে সুখের অসুখে বিদ্ধ, / তীব্র আলোয় আঁধার খুঁজি / যেথা সকল কষ্ট নিষিদ্ধ।

অদ্রি অপূর্ব

।। কবি নয়, অ-কবি ।। ।। প্রকাশিত কাব্যগ্রন্থ : কষ্ট নিষিদ্ধ ।। ।। প্রথম প্রকাশ : অমর একুশে গ্রন্থমেলা ২০১১ ।। ।। প্রকাশনী : সাহিত্যদেশ ।।

অদ্রি অপূর্ব › বিস্তারিত পোস্টঃ

আত্মান্বেষণ

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০০





আজও কতো কি যে বুঝিনি,

কতো কি যে শিখিনি।



শয্যা পেতেছি কুয়াশার করিডোরে,

জীবন ঠেলেছি অতীতেরও দূরে;

অদ্ভুত এই মনটা কি চায়

বুঝতে আজও পারিনি তো হায় –

আমার সত্যি জানা বাকি,

আমার দুঃখ পাওয়া বাকি;

অবিরাম সেই চেষ্টায় থাকি,

আমি সেই চেষ্টাতে থাকি।



আজও কতো কি যে দেখিনি,

কতো কি যে শুনিনি।



ঘুরতে থাকি নগরীর পথে পথে

তপ্ত আলোয়, স্নিগ্ধ রাতে;

শুনতে আমি ফিরে ফিরে আসি

বহুকাঙ্ক্ষিত সে শব্দরাশি –

আমার তোমায় পাওয়া বাকি,

সুখের দেখা পাওয়া বাকি;

ভাবনার ক্যানভাসে সুখ আঁকি,

আমি সুখের ছবি আঁকি।



ভালোবাসার শিরায় শিরায়

তোমায় রাঙ্গাই নানা রঙে,

গড়তে পারার অক্ষমতায়

পরক্ষণে যায় সে ভেঙ্গে।



আমার সত্যি জানা বাকি,

আমার তোমায় পাওয়া বাকি।



আমার এ জীবনে জড়াতে তোমায়

নিজেকে বুঝতেই ঝরে গ্লানি,

যখন তখন অকারণ নিস্তব্ধতায়

আলোয় আঁধারে স্বপ্ন আনি –

আমার আমি অবাক করে আমায়,

তোমাকেও করে জানি।



© অদ্রি অপূর্ব

মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৫

খেয়া ঘাট বলেছেন: সুন্দর।
++++++

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৭

অদ্রি অপূর্ব বলেছেন: ধন্যবাদ। শুভকামনা রইলো।

২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগল !

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৩

অদ্রি অপূর্ব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৪

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ++++++++++

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪২

অদ্রি অপূর্ব বলেছেন: অশেষ ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

৪| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর কবিতা +++

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৪

অদ্রি অপূর্ব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩

অদৃশ্য বলেছেন:





চমৎকার হয়েছে লিখাটি


শুভকামনা...

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৫

অদ্রি অপূর্ব বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। শুভকামনা রইল...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.