![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। কবি নয়, অ-কবি ।। ।। প্রকাশিত কাব্যগ্রন্থ : কষ্ট নিষিদ্ধ ।। ।। প্রথম প্রকাশ : অমর একুশে গ্রন্থমেলা ২০১১ ।। ।। প্রকাশনী : সাহিত্যদেশ ।।
একটা শব্দের খোঁজেই কেটে যাচ্ছে দিনগুলো,
একটা শব্দের খোঁজেই যেন এ জীবনযাপন।
এতো গোলাপের লাশ, এতো ধ্বংসের শ্মশান
সব পেরিয়ে এগিয়ে চলেছি একটা শব্দের খোঁজে।
এ মন কখনো আনমনে খুঁজে যায়, কখনোবা বিষণ্ণতায়
একটা শব্দ খোঁজে তোমাকে বলবে বলে...
কখনো কখনো রক্তের উৎসব খেলে যায় বুকের উঠানে।
রক্তপাতের স্বপ্ন নিয়ে মারমুখো এক রুক্ষ যুবক
হয়ে উঠতে চায় মন, অস্ত্র তুলে নিতে হাত নিশপিশ করে।
প্রতিবাদী মন একটা বিপ্লব খোঁজে, একটা যুদ্ধ।
যুদ্ধ করে হলেও ছিনিয়ে আনবো নতুন একটা শব্দ।
ভুল স্বপ্নে বেড়ে ওঠা ভুল জীবনের কোনো শব্দ দিয়ে নয়,
ভিন্ন ভিন্ন জনের বিভিন্ন রকম ব্যবহারে বিকৃত কোনো শব্দ দিয়ে নয়,
নতুন একটা শব্দ দিয়ে তোমাকে বলবো বলে...
কেউ তো জানলো না কি ভীষণ ব্যথার বালুচর জেগে আছে
বুকের পাঁজর ঘেঁষে, অনুতপ্ত অন্ধকারের পাশে।
বেদনার ঘ্রাণ নিয়ে ব্যর্থতার আগুন হাতড়ে খুঁজেছি,
নিসর্গ অভিধান হাতে নিয়ে কতো রাত্রি খুঁজে বেরিয়েছি,
খুঁজে বেরিয়েছি বিমূর্ত সব স্বপ্নের প্রতিটি ভাঁজে ভাঁজে।
ব্যার্থ বাসনার গান, গ্লানির পৃথিবী ঠেলে এগিয়ে চলেছি খোঁজে।
রোদে পোড়া জ্যোৎস্নায় ভিজে ভিজে কেটে গেলো একটা জীবন
শুধুমাত্র একটা শব্দের খোঁজে, নতজানু হয়ে তোমাকে বলবো বলে...
একটা শব্দের খোঁজেই কেটে গেলো একটা জীবন।
জীবন গিয়েছে জেনে কাটাতে গিয়ে এ জীবন তুমিহীন –
ভালোবাসা মিলনে মলিন হয়, বিচ্ছেদে অমলিন।
© অদ্রি অপূর্ব
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪
অদ্রি অপূর্ব বলেছেন: ধন্যবাদ...শুভকামনা রইলো...
খোঁজ পেলে জানাবো বৈকি
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০১
এ আর উৎপল বলেছেন: ডিকশনারি খুজে দেখতে পারেন !!!!!!!!
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০২
কানিজ রিনা বলেছেন: খুব ভাল লাগল নতজানু হয়ে তোমাকেই একটি শব্দ বলব।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১
অদ্রি অপূর্ব বলেছেন: ধন্যবাদ। শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৭
এ আর উৎপল বলেছেন: শব্দ টা পেলে আমাকে একটু জানাইয়েন , দেখি আমার সাথে মিলে কিনা !!!!!!!!!!
--সুন্দর হয়েছে