নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তপ্ত চাঁদের আলোয় পুড়ি / হয়ে সুখের অসুখে বিদ্ধ, / তীব্র আলোয় আঁধার খুঁজি / যেথা সকল কষ্ট নিষিদ্ধ।

অদ্রি অপূর্ব

।। কবি নয়, অ-কবি ।। ।। প্রকাশিত কাব্যগ্রন্থ : কষ্ট নিষিদ্ধ ।। ।। প্রথম প্রকাশ : অমর একুশে গ্রন্থমেলা ২০১১ ।। ।। প্রকাশনী : সাহিত্যদেশ ।।

অদ্রি অপূর্ব › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছেঘুড়ির শব্দজট

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৯

বন্দী রাতে একলা স্মৃতি দেয়াল জুড়ে করছে ভীড়,
অষ্টপ্রহর দৃষ্টি কাড়ে ফেলে আসা নষ্টনীড়।

একলা বাতাস, একলা সময় যাচ্ছে ছুঁয়ে শূন্য হাত -
একলা আমার নির্বাসনে ভুল সময়ের বৃষ্টিপাত।
ভুল বাগানে ভুল স্লোগানে করছি চলে তোমার খোঁজ,
ভুল জীবনের মধ্যরাতে স্বপ্নাহত হচ্ছি রোজ।
আহত ভোর, আহত মোর ইচ্ছেঘুড়ির শব্দজট -
আহত নদীর ঘোর জোয়ার ভাসায় দূর খেয়ালী তট।
খেয়ালি শোক, খেয়ালী চোখ অবাক হয়ে জ্বলছে খুব-
খেয়ালী মন মগ্ন হয়ে কায়া ভেঙ্গে দিচ্ছে ডুব।
ভাঙ্গছে কথা, ভাঙ্গছে ব্যথা, তীব্র বিষে হচ্ছি নীল -
ভাঙ্গছে আকাশ, দৃষ্টিসীমায় উড়ছে পুড়ে একলা চিল।
পুড়ছে সাগর, পুড়ছে হৃদয়, মৃত ঘড়ি দিচ্ছে ডাক -
পুড়ছে সকল অবহেলা, একটা জীবন ব্যর্থ থাক।

কষ্ট আঁকে নষ্ট জীবন, তুমুল আঘাত হানছে বাজ -
যাবজ্জীবন ভালো থাকার দন্ড দিলাম তোমায় আজ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৬

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো বেশ +

২| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০০

অদ্রি অপূর্ব বলেছেন: অশেষ ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.