![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। কবি নয়, অ-কবি ।। ।। প্রকাশিত কাব্যগ্রন্থ : কষ্ট নিষিদ্ধ ।। ।। প্রথম প্রকাশ : অমর একুশে গ্রন্থমেলা ২০১১ ।। ।। প্রকাশনী : সাহিত্যদেশ ।।
হে মানবী আজকে তুমি শুধু একবার এসো ফিরে –
কি সুখে আছি দেখে যাও এই ব্যস্ত জীবন ঘিরে।
চাইলে তুমি শুনতে পারো তুমিহীনা জীবন ইতিহাস,
তার বদলে নাইবা দিলে তোমার একটি দীর্ঘশ্বাস।
কষ্টের কি সাধ্য আছে বলো ঝরাবে আমার কান্না,
আর চাইনা আমি তোমার মিথ্যে কোনো সান্ত্বনা।
আজও চাইলে তুমি নিতে পারো আমার দেয়া নাম,
আর তার বদলে নাইবা দিলে ভালোবাসার দাম।
নয়তো ভুলেই যেও তোমার-আমার সকল স্মৃতি
অবসরে যা তোমার মনে ভাবনা ছড়ায় যথারীতি;
দুমড়ে মুচড়ে ভাসিয়ে দিয়ো ভালোবাসার ভেলা –
ঘৃণা করলে করতে পারো, কোরো না অবহেলা।
চলতে শিখেছি একা, দুঃখ করতে শিখেছি জয়;
সকল কিছুই সইতে পারি, শুধু অবহেলা নয়।
বাকী সবার ক্ষেত্রে কিছুই যায় আসে না জানি,
আপনজনের অবহেলাতেই ব্যথিত হই একটুখানি।
কবিতা ব্যথা ভোলাতে চায়, শুধাতে বলে তোমাকে –
“আমি তোমার কে হই বলো, তুমি আমার কে?”
© অদ্রি অপূর্ব
০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৫
অদ্রি অপূর্ব বলেছেন: ধন্যবাদ। শুভকামনা রইল।
২| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৩
ইমন কুমার দে বলেছেন: সনেট?
০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৭
অদ্রি অপূর্ব বলেছেন: না এটা সনেট না। সনেট হলে উল্লেখ করবো।
৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লিখেছেন ++++ রইল।
০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৬
অদ্রি অপূর্ব বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !