![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। কবি নয়, অ-কবি ।। ।। প্রকাশিত কাব্যগ্রন্থ : কষ্ট নিষিদ্ধ ।। ।। প্রথম প্রকাশ : অমর একুশে গ্রন্থমেলা ২০১১ ।। ।। প্রকাশনী : সাহিত্যদেশ ।।
আকাশে বাতাসে খবর ওড়ে স্বপ্ন ছিনিয়ে নেবার পায়তারা চলছে।
স্বপ্ন চুরি করতে যারা ব্যর্থ হয়েছে বারংবার
সেইসব স্বপ্নচোরের দল এবার স্বপ্ন লুট করার স্বপ্নে মত্ত।
গোপন ঘাতক বারবার বিপদের চিহ্ন বয়ে আনছে
তাই দু'চোখে আজ রক্তজবার ফুল ফুটেছে।
স্বপ্ন পিপাসার্তের দলকে প্রাপ্য জবাব দিতে
সারি সারি নত মাথা ধীরে ধীরে উঁচু হচ্ছে একের পর এক।
বুকের ভেতর ঘুমন্ত ভিসুভিয়াস জেগে উঠছে বলে
দৃঢ়প্রতিজ্ঞ চোয়াল স্বপ্নরক্ষায় তৈরি করছে বজ্রমুঠির ব্যুহ।
স্বপ্নহারা দূরের বাতাস কেঁদে কেঁদে যায় ব্যথায়
তবুও এমন দুঃসময়ে কারা বিলাসী জীবনে মত্ত
শীতাতপ নিয়ন্ত্রিত ভালোবাসায়?
কারা কৃত্তিম হাসি মুখে নিয়ে মিথ্যে সুখের গল্প শোনায়?
কারা সেই প্রতারক?
তোমার হাতে যে হাত ছিল আজ সেই হাতে কলমের বদলে চাকু,
ফুলের বদলে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ঝলসে উঠবে প্রিয়তমা;
যে স্বপ্নে সবার সাথে জড়িত তুমি-আমিও সেই
স্বপ্ন ভাঙ্গার স্বপ্ন দেখে যারা তাদের প্রাপ্য বুঝিয়ে দিতে।
ভালোবাসার খেলা খেলবার দিন নয় আজ, ভালোবাসা রক্ষার দিন।
বেদনার রং দিয়ে আঁকা যে স্বপ্ন,
কষ্টের পাথর দিয়ে গড়া যে স্বপ্ন,
ভালোবাসার রক্ত দিয়ে মোড়া যে স্বপ্ন -
সেই স্বপ্ন ছিনিয়ে নেবে কার এমন দুঃসাহস?
স্বপ্নীল জোত্স্না ছুঁয়ে পৃথিবীর চোখে রক্ত ঝরে এমন ক্রান্তিকালে -
তাই ভালোবাসাটুকু তোমার কাছে রেখে একটি শপথ নিয়ে,
একটি স্বপ্ন নিয়ে পথে নেমেছি একটি স্বপ্ন বাঁচাবো বলে
© অদ্রি অপূর্ব
©somewhere in net ltd.