নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তপ্ত চাঁদের আলোয় পুড়ি / হয়ে সুখের অসুখে বিদ্ধ, / তীব্র আলোয় আঁধার খুঁজি / যেথা সকল কষ্ট নিষিদ্ধ।

অদ্রি অপূর্ব

।। কবি নয়, অ-কবি ।। ।। প্রকাশিত কাব্যগ্রন্থ : কষ্ট নিষিদ্ধ ।। ।। প্রথম প্রকাশ : অমর একুশে গ্রন্থমেলা ২০১১ ।। ।। প্রকাশনী : সাহিত্যদেশ ।।

অদ্রি অপূর্ব › বিস্তারিত পোস্টঃ

পরিশিষ্ট

২৪ শে মে, ২০১৩ রাত ৯:৩০





যত অনুভূতি সব বিদায় নিয়েছে গতরাতে

তোমাকে দেয়া বিদায়ের সাথে।

আজ অভিমান করার কেউ নেই আর,

কেউ নেই দুঃখ দেবার;

কেউ নেই যে খেলবে মিথ্যে অধিকারের খেলা,

এ জীবন মধ্যনদীতে যেন মাঝিহীন এক ভেলা।



আমারও আকাঙ্ক্ষা ছিলো নিয়ে যাবো তারে

দীপ্ত অঙ্গীকারে,

সে আকাঙ্ক্ষা পরিণত জীবন শিকারীর শিকারে।

আজ আমার মনের মাঝে মন থাকে না,

একলা ঘরে কারো অবয়ব চোখে ভাসে না;

স্মৃতি হয়ে অতীত আসে না আলোয় আঁধারে,

পরিচিত ছায়া সুবাস ছড়ায় না দুয়ারে।



অনেক নারী এগিয়ে আসে

তবু ভালোবাসায় বুক ভরে না;

জীবন কেন মুচকি হাসে –

সেই কথাটা কেউ জানে না।

কেন আমার এমন হলো কেউ কি জানে!

সব বুঝেও মন বুঝে না কিসের টানে –

কেউ জানে না,

কেউ জানে না।



উপদেশের বার্তা আসে থেকে থেকে চতুর্দিকে,

তবু অসংলগ্ন প্রলাপ স্বপন যায় যে এঁকে।

হাজারো কথার বোনা জালে তীব্র ক্ষত;

অর্থহীন কথা ধীরে হয়ে নত

জীবন ফের জীবন পথে চলতে নামে –

বোধহীন এই বেঁচে থাকা সুখের দামে।

বিদায় বেলায় না বলতে পারা তুমুল বিলাপ

ধুলোয় লুটায় হয়ে এক মৃত গোলাপ।



আজ বাস্তবতার অর্থবহ কথার ভিড়ে

অর্থহীন সেসব কথা ধীরে দূরে সরে –

অথচ যে কথা অর্থহীন

সেটিই সব অর্থ ধারণ করে



© অদ্রি অপূর্ব

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: +++++++++++

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৮

অদ্রি অপূর্ব বলেছেন: অশেষ ধন্যবাদ। শুভকামনা রইলো।

২| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগা রেখে গেলাম ।

০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:১৬

অদ্রি অপূর্ব বলেছেন: যে ভালোলাগাটুকু রেখে গিয়েছেন তার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.