![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটি ছেলে , সাধারন ভাবে বেঁচে থাকতে চাই
স্বপ্ন ভাঙ্গার গল্প
writen by : আদুরে মানিক
-------হাসিব, বাবা হাসিব, উঠো বাবা স্কুলের দেরি হেয়ে যাবে।
--- উঠছি
------ কিছুখন পর মাথার কাছে বসে চুলে হাত বুলাতে বুলাতে বলল বাবা ছয়টা বেজে গেছে এখন উঠে ফেরেস হয়ে নে, না হলে যে স্কুলের দেড়ি হয়ে যাবে বাবা।তোকে স্কুলে পাঠিয়ে আমাকে আবার অফিসে যেতে হবে।
-------ফাতেমা হাসিবকে স্কুলে পাঠিয়ে তার কর্মস্থলে রহনা দিল।
---------হাসিব হচ্ছে তার একমাত্র সন্তান। হাসিব ছাড়া এ পৃথীবিতে তার আর কেউ নেই, হাসিব যখন খুব ছোট তখন চিকিৎসার অভাবে হাসিবের বাবা মার যায়।
---------আর তখন থেকেই ছেলেকে একজন বড় ডাক্তার বানানোর তিব্র ইচ্ছা তৈরী হয় মনের মাঝে,সে থকে ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখতে থাকে ফাতেমা। বুকে মাঝে সে স্বপ্ন কে পুশে রেখে ছেলেকে শত কষ্টের মাঝেও ছেলের পড়াশুনা চালাচ্ছে ।
-------মায়ের স্বপ্ন পুরন এবং ডাক্তার হওয়ার আশায়, হাসিব তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে।
------সেই সুবাদে সে প্রতিবার স্কুলের সকল পরিক্ষায় প্রথম স্থান অধিকার করে শুধু তাই নয় বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহন করে নিয়ে এসেছে বিভিন্ন পুরুষ্কার।
-------এ ছাড়াও সে S.S.C এবং H.S.C তে গ্লোডেন এ+ পেয়ে উত্তির্ণ হয়।
--------বেসরকারি মেডিকেল কলেজের পড়ার খরছ অনকে, যা সামান্য অল্প বেতনে চাকরি করা মায়ের পক্ষে চালানো সম্ভব নয়। তাই তাকে সরকারি মেডিকেল কলেজে ভর্তি ছাড়া অন্য কোন উপায় নেই।
-------তাই সে ভর্তি পরিক্ষার জন্য কঠোর পরিশ্রম করে এবং ভর্তির জন্য প্রস্তুতি গ্রহন করে।
-------কিন্তু উপর মহলের কিছু আসৎ ব্যক্তির কারনে, পরিক্ষার আগে প্রশ্ন ফাঁস হওয়া, এবং টাকার জোরে আসন বিক্রি হওয়ায়,,,,,,
------হাসিবের মেডিকে কলেজে ভর্তি হতে ব্যার্থ হয়।
-------ভেঙ্গে যায় হাসিব আশা, ব্যার্থ হয় মায়ের স্বপ্ন পুরনে।
------ভেঙ্গে যায় স্বামী হারানো এক বিধোবার বুকের মাঝে পুসে রাখা স্বপ্ন।
-----------------(সমাপ্ত)
--------[Note: উপর মহলে কিছু অসৎ লোকের জন্য দেশের এ সকল মেধাবি ছাত্রদের জীবন অন্ধকারে ঢেকা যায়, তারা হারিয়ে যায় অতল গহ্বরে। এসব রাঘব বোয়ালদের আইনের আওতায় না আনা হলে এই দেশ একদিন অশিক্ষায় ভোরে যাব]
২| ১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৯
আদুরে মানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৬
ভ্রমরের ডানা বলেছেন: নোটের সাথে সহমত।