নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যেতে চাই গভিরে অতল গভিরে প্রকৃতির মায়াজালে

আদুরে মানিক

আমি খুব সাধারন একটি ছেলে , সাধারন ভাবে বেঁচে থাকতে চাই

আদুরে মানিক › বিস্তারিত পোস্টঃ

বিয়ে

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৪

________বিয়ে______
writen by: আদুরে মানিক
কত আয়োজন,
------কত আয়োজন,
----আর কত লোকের সরাগম
ঘটেছে আজ এই বাড়িতে।
.
------চার পাশ সাজিয়ে তুলেছে লাল,নীল বাতি দিয়ে। তৈরী করা হয়েছে ছোট্ট একটি ঘর।লাল,নীল কাপড় আর ফুল দিয়ে সাজানো হয়েছে চারপাশে।
.
------তার ঠিক মাঝখানে লাল টুকটুকে শাড়ি পড়ে বসে আছে সেই ছোট্ট মেয়েটি আর পিছনে দেয়ালে বড় করে লেখা হয়েছে আজ
----------★শুবর্নার শুভ বিবাহ★--------
-----বাবা মার আদরের একমাত্র সেই ছোট্ট মেয়েটির আজ বিয়ে হবে। ছোট থকে আদর মমতায় বড় করে তোলা সেই মেয়েটি
আজ চলে যাবে,
.
-------চলে যাবে অন্যের ঘরে সে জন্যই তো এত এত আয়োজন।
------এই দিনটির জন্যই অপেক্ষা করে থাকে সব মেয়েই,
-------আবার এই দিনটির জন্য প্রতিনিয়ত চিন্তা করে প্রতিটি বাবা-মা যেন একজন ভালো ছেলের কাছে নিজের সেই ছোট্ট আদরের মেয়েকে তুলে দিতে পারে।
------মেয়েকে ছোট থকে বিয়ের পিড়িতে নিয়ে যাওয়ার পর্যন্ত বাবা-মার সকল কষ্ট তখনি স্বার্থক যখন দুর থেকে দেখতে পায় তার সেই আদরের মেয়েটি অন্যের ঘরে সুখে রয়েছে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.