![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটি ছেলে , সাধারন ভাবে বেঁচে থাকতে চাই
(সপ্তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে প্রতিযোগিতার জন্য লেখাটি পাঠানো হয়েছিল।)
কবিতাঃ আমার প্রানের বাংলা
লেখকঃ মিজানুর রহমান(মানিক)
আমি বাংলাকে রেখে হৃদয়ের মাঝে
সিক্ত করেছি মন।
এই বাংলার সবুজ ঘেরা পথে হেটেছি
সারাটি খন।
এই বংলা প্রানের ভাষা
শত শহীদের প্রান
সেই বাংলা আমার মাতৃভাষা প্রথম
বুলির গান
এই বাংলায় কবিতা লিখে
নিজেকে করেছি উজার
সেই বাংলায় বিলিয়ে দিব
আমার এই প্রাণ
আমি ধন্য আমি ধন্য
এই বাংলাকে পেয়েছি বলে
আমি ধন্য আমি ধন্য
এই বাংলাকে ভালোবেসে
(সমাপ্ত)
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
আদুরে মানিক বলেছেন: হুম এই বাংলা হচ্ছে সকল কবির প্রাণের বাংলা। ধন্যবাদ
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
মাকড়সাঁ বলেছেন: বাহ! বেশ লিখেছেন।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
আদুরে মানিক বলেছেন: আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
মাহবুবুল আজাদ বলেছেন: এই বাংলা থাকুক চির অম্লান।