![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
পুড়ছে নগরী ও কংক্রীট
ঘামের তীব্র জ্বালা চামড়ায়-
দিনে মুক্তবাজার অার রাতে; অমিতব্যায়ী
স্বপ্নভুেখরা কামড়ায়।
২.
পার্লামেন্টের পানীপ্রার্থী বাড়ছে-
ক্ষমতার ছন্দবদেল মুখস্থ;
তুমি এবার কার?
কবিতার খাতা বনে খাড়ুয়া
নাগিরক কবি এখন
লৌকিক ব্যাংকার।
৩.
চাওয়া তো বেশি না
সম্ভব হলে স্বপ্ন দেখা
মিথ্যে তো ভুল না,
তবু স্বর্গ চেয়ে পথ চলা।
২| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৮
মোহাম্মদ আব্দুল ফাত্তাহ বলেছেন: ভাইরে কবিতার খাতা খেড়ুয়া হয়ে গেছে.. খেড়ুয়াকে কবিতার খাতা বানানো কষ্টকর হবে। তার পরও লেখার সুযোগ যখন একটু হয়েইছে চেষ্টা নিব। ধন্যবাদ লিমন।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২১
লিমন আজাদ বলেছেন: বাহ ! আপনি তো বেশ কবিতা লিখেন !! নিয়মিত পাবো বলে আশা রাখি...
হ্যাপি ব্লগিং !