![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুদহুদ টা বড় জ্বালাচ্ছিল সেদিন, কাছে যেতে দিচ্ছিল না । আর কাছে যেতে না পারলে আমার লেন্স কথা বলে না। তাই স্ক্রল করা শুরু করলাম, আস্তে আস্তে প্রায় পাচঁ ফুটের মধ্যে তার পেয়ে গেলাম, ব্যাস আর যায় কোথায়!!! কমপক্ষে শ খানেক শাটার ক্লিক করে ঘাড় ব্যাথা হয়ে যাওয়ায় আস্তে আস্তে রিট্রিট করলাম। উঠে দাঁড়িয়ে হালকা ব্যায়াম করার জন্য ঘাড়টা চারপাশে একবার ঘুড়াতেই তারে নজরে পড়ল( বেশ দূরে)। অদ্ভূৎ !!!! এরকম পাখি এর আগে দেখিনি, প্রথমে ফিঙ্গে ভেবে ক্যামেরার লেন্সে চোখ রাখতেই চমকে উঠলাম, না এটা তাে ফিঙ্গে না । কেমন জানি বাজ পাখির মত লাগল। আমি সামনে এগুতে থাকলাম, পাখিটি কেস্ট্রেলের (একধরনের ছোট বাজ পাখি) মত অবয়ব নিচ্ছিল, কিন্তু রঙটা তো ব্লাক ঈগলের (অস্ট্রেলিয়ান স্থায়ী) মত। আমি শাটার টিপলাম, কিন্তু সে আমাকে বেশি কাছে ভিড়তে দেয়নি। পরবর্তীতে এটাকে মেলানিস্টিক কমন কেস্ট্রেল হিসাবেই আইডি করা হয়েছে। কমন কেস্ট্রেলের সঙ্গে এর তফাৎ শুধু রঙে, অন্য কিছু নয়। দুটি ছবিই সবার জন্য শেয়ার করলাম
©somewhere in net ltd.