| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা ভাবছি, আলাপ করছি, বাকবিতন্ডা, যুক্তি-তর্ক এমনকি ঝগড়া পর্যন্ত হয়ে যাচ্ছে। ব্যাপারটা ব্যতিক্রম-
সবচেয়ে বড় সিটি কর্পোরেশন এই ঢাকা শহড়ে আমরা বাস করছি, সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতার গন্ডির বাহিরে থেকে নিরাপদে(!), উক্ত বলয় দুটিকে সব সময়ই অনিরাপদ মনে করে এসেছি আমরা, দিনে দিনে আরও পোক্ত হচ্ছে আমাদের এই ধারনা; আর এই সুযোগ নিয়ে মেইনস্ট্রিমে ঢুকে পড়ছে আবর্জনা (সবাইকে বলছি না)।
সুতরাং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অধিকার ‘নির্বাচন’ নিয়ে আমরা ভাবছি, হয়ত আমাদের মধ্য থেকেই আমরা প্রতিনিধি দেব, কাজ করব, একাউন্টেবল মেন্ডেট তৈরি, ব্যতিক্রমি নির্বাচনী প্রচারণা, ঢালাও খরচাপাতি না করার মানসিক শক্তি (দৈনিক ১০০ টাকা জন প্রতি- মিছিল করার জন্য) নিয়ে আপাতত আমরা ভাবছি...
চলবে
©somewhere in net ltd.