![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পূর্ববর্তী অংশের পর...
নির্বাচন নিয়ে এর আগে দুটি লেখা লিখেছিলাম, শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ায় এই লেখাটা নিয়ে আসতে দেরী হয়ে গেল।
আমরা আমাদের নির্বাচনী জামানতের টাকা জোগাড় করেছি ধার করে, তাও আবার একজনের কাছ থেকে নয়, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন পরিমান টাকা নিয়ে আমাদের জামানতের ড্রাফটের টাকা (৩০০০০/-) সাংকুলান করা হয়েছে, এবং যথাযথ ভাবে 29/03/2015 ইং তারিখে জমা দেওয়া হয়েছে।
এখন আমাদের সামনে অনেক কাজ, আমাদের মাঝে উপস্থিত ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে একটি 2 এমবিপিএস এর কানেকশন নিয়ে আমাদের কার্যালয়ের কম্পউটারটিকে আরও গতিশীল ও শক্তিশালী করা হয়েছে।
আমাদের মাঝে উপস্থিত ব্যাংকার রা ব্যাংক একাউন্ট, ব্যাংক ড্রাফট, হিসাব বিবরণী.. এইগুলো নিয়ে ব্যস্ত।
আমাদের মাঝে উপস্থিত চলচ্চিত্র পরিচালকেরা আমাদের সামাজিক সাংস্কৃতিক কমর্কান্ডের ফটো,ভিডিও ক্লিপস নিয়ে ডকুমেন্টারী/ চলচ্চিত্র নির্মানে ব্যস্ত ।
আমাদের কন্ঠশিল্পীরা (কন্ঠ শিল্পী ও সংগীতশিল্পী) প্রচার কার্যকলাপ চালানোর জন্য স্ক্রিপ্ট বানাচ্ছে, নিয়মিতই কন্ঠে ধার দিচ্ছে...
আমাদের গ্রাফিক্স ডিজাইনাররা পোস্টারের ডিজাইন নিয়ে কম্পউটার এর সামনে বসে বসে চুল ছিড়ছে।
তবে ....
আমরা অবশ্যই যেসব ব্যাপারে সতর্ক থাকব
১. কারও দেয়ালে পোস্টার লাগিয়ে তাঁর দেয়ালের সৌন্দর্য নষ্ট করব না
২. অনবরত, রাত- বিরাতে, উচ্চশব্দে মাইক বাঁজাব না
৩. প্রত্যেকটি ভোটারের দড়জায় দাঁড়ানোর চেষ্টা করব।
©somewhere in net ltd.