![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লান্তি আসুক( চতুর্শদশ পদাবলী/সনেট চেষ্টা
(নীল কে উৎসর্গীকৃত)
তোমাদের কি ক্লান্তি নেই?
তোমাদের কি প্রাপ্তি নেই?
শরীর ও মন কি অবসাদে
ভাঙ্গে না তোমাদের?
সক্রেটিসকে হেমলক আর
আলেকজান্দ্রিয়া পুড়িয়ে
মহা পৌরানিক তুমি
নব্য ক্লাসিক্যাল?
মানব মস্তিষ্কের অভিযোজন
খড়গে দমাতে দমাতে
একদিন তোমার ক্লান্তি আসুক,
তুমিও তৃষ্ণার্ত হও,
বুকের ছাতি ফেটে যাওয়ার আগেই
আজলা ভরে তোমাকে পান করাব ইহলৌকিক জল।
©somewhere in net ltd.