![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জার্ডনের বাজ (Jerdon`s Baza) প্রথম দেখি ঢাকার কেরানীগঞ্জের পূবদি গ্রামে ঢোকার মুখে ২০১৫ সালে, স্পট করেছিল আবু বকর সিদ্দিক, এবং সেটা পরে ঢাকা শহরের প্রথম সাইটিং রেকর্ড হিসাবে স্বীকৃত হয়। তেমন ভাল ছবি তুলতে পারিনি সেদিন। ২০১৬ সালের ১ম মে গিয়েছিলাম হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারন্যে, বৃষ্টিবিঘ্নিত দিনটি শুরু করেছিলাম গহীন বনের গবাদি পশুর ট্রেক ধরে, ব্লু ইয়ার্ড বারবেট ছাড়া তেমন পাখি পেলাম না উল্লেখ করার মতো, তাছাড়া লাইট কন্ডিশনও ফটোগ্রাফারদের সাপোার্টে ছিল না। সাথে ছিল সাহাদ রাজু, ইজহার ভাই ইকবাল বাবু, আসিফ ইসতিয়াক। রাজু ই বুদ্ধি দিল টাওয়ারে গিয়ে বসার, প্রথমে দোনমনো করলেও বৃষ্টি আমাদের বাধ্য করলো টাওয়ারে আশ্রয় নিতে। সঙ্গের শুকনো খাবার পানি খেয়েই কাটলো ঘন্টাখানেক, আস্তে আস্তে বৃষ্টি টা ধরে এলো। আমরাও টাওয়ার থেকে নামবার উপক্রম করছিলাম, হঠাৎ আমাদের থামিয়ে দিল মালয়ান নাইট হেরন, টাওয়ার ঠিক পাশ দিয়েই আস্তে আস্তে উড়ে গেল সে, আমাদের ক্যামেরা শাটার পড়তে লাগে অবিরাম। আমরা আশান্বিত হয়ে উঠলাম। এবং ফলও পেলাম । হঠাৎ করেই দেখলাম টাওয়ারের কাছের একটি গাছের ডালে (খুবই কাছে) বসে আছে এই বাজ পাখিটি । আবার আমরা শাটার টেপায় মনোযোগ দিলাম। পাখিটি জার্ডনের বাজ (Jerdon`s Baza)! কোন বাজ পাখিকে সেদিনই এত কাছ থেকে দেখলাম!! আহ সে কি রুপ, শিকারী পাখির আলাদা রুপ!!
©somewhere in net ltd.