![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলিউডে কাজ করার স্বপ্ন নিয়ে
সিনেমায় নাম লেখান মিতালি শর্মা। কিন্তু
চ্যালেঞ্জে হেরে যান তিনি। আশ্রয় হয় না বাবা
মার কাছেও। শেষপর্যন্ত পথেই হয় জায়গা।
সম্প্রতি ক্ষুধার জ্বালায় চুরি করতে গিয়ে ধরা
পড়ে মর্মান্তিক খবরে রূপান্তরিত হন একসময়ের
এই গ্ল্যামার গার্ল।
আনন্দবাজার জানায় ‘মিতালি শর্মা দিল্লির
বাসিন্দা ছিলেন।মডেল হিসেবে বেশ সুনামও
অর্জন করেছিলেন তিনি।অভিনয় করেন বেশ
কয়েকটি আঞ্চলিক ভাষার ছবিতেও। এ কারণে
বাবা মা’র সঙ্গে সম্পর্কের ছেদ ঘটে। কিন্তু শেষ
পর্যন্ত টিকে থাকতে পারেননি, গ্ল্যামার
ওয়াল্ডে।
গ্লামার ওয়াল্ড থেকে ছিটকে পড়ার পর দীর্ঘদিন
ধরেই কাজ খুঁজে পাচ্ছিলেন না।তাই মুম্বইয়ের
লোখান্ডওয়ালায় রাস্তায় ভিক্ষে করে পেট
চালাতেন। সম্প্রতি ক্ষুধার জ্বালায় চুরি করতে
গিয়ে ধরা পড়ে যান তিনি।
জানা যায়, দু’দিন ধরে পেটে কিছুই পড়েনি
মিতালির। ওশিওয়াড়ার একটি হাউজিং
সোসাইটির কাছে গাড়ির কাচ ভেঙে চুরির
চেষ্টা করার সময় তাকে হাতে নাতে ধরে ফেলে
পুলিশ। বর্তমানে থানার মানসিক হাসপাতাল
আছেন।
২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৭
Afnaj uddin বলেছেন: হাহাহাহাহাহ,ধ্যনবাদ চাঁদগাজী ।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৩
কল্লোল পথিক বলেছেন: সব ভাগ্যের খেলা।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯
Afnaj uddin বলেছেন: হুম, কল্লোল পথিক
৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মর্মান্তিক! অতি উচ্চাকাঙ্ক্ষা অনেক সময় মানুষের এই হাল করে থাকে। লেখার সুত্র উল্লেখ করলে ভালো হতো।
ধন্যবাদ আফনাজ উদ্দিন।
৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৯
সুমন কর বলেছেন: ভাগ্যের খেলা .....
৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২
Afnaj uddin বলেছেন: ভারতের আনন্দ বাজার পএিকা থেকে, ধন্যবাদ ,আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম।
৮| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৪
গোধুলী রঙ বলেছেন: শিক্ষা মানুষকে একটা আলো দেয়, সেই আলোয় সে যে ঘাটের পৌছাক বেঁচে থাকলে ঠিকই পথ বের করে নেয়। আর দেহ দেখিয়ে ইনকাম করার ধান্ধায় শিক্ষা থেকে নিজেকে দূরে রাখলে সেই দেহটাই পচে গেলে আর কিভাবে আলো পাবে। গ্লামার জগতটা বেঁচে আছে নারীর দেহ বিকিকিনি করে। এরা আবার নিজেদের সভ্য মনে করে।
যাই হোক মেয়েটার বয়স এখনো অনেক কমই, চাইলেই অনেক কিছু করতে পারে, পারে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে।
৯| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০
রোষানল বলেছেন: বর্তমানে থানার মানসিক হাসপাতাল
আছেন।
সঠিক সিদ্ধান্ত
১০| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৩
Afnaj uddin বলেছেন: হুম, ,,,,,ধ্যনবাদ গোধুলী রঙ।
১১| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৫
Afnaj uddin বলেছেন: ধন্যবাদ, ,,সুমন কর।
১২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩২
Afnaj uddin বলেছেন: ধ্যনবাদ, ,,রোষানল।
১৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৬
বিজন রয় বলেছেন: দুঃখজনক।
১৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৮
মহা সমন্বয় বলেছেন: ওহহহ দুঃখ জনক
বাংলাদেশও একজন নায়িকা আছে একসময়ের জনপ্রিয় নায়িকা এখন শহাবাগের ফুল বিক্রেতা। কিছুদিন বাসে বই বিক্রি করছে।
তাকে নিয়ে পত্রিকায় লেখালেখি হইছিল।
আসলে এ সবই হচ্ছে মহান সৃষ্টি কর্তার খেলা।
১৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪০
গোধুলী রঙ বলেছেন: Afnaj uddin বুঝতে পারছি আপনি নতুন ব্লগার, কমেন্টের উত্তর দেবার জন্য "মহা সমন্বয়" এর ১৪. নং কমেন্ট ফলো করুন
২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪২
Afnaj uddin বলেছেন: হুম, ,,,,,,,
১৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪০
Afnaj uddin বলেছেন: অতি লোভে তাতি নষ্ট, ,,,,ধন্যবাদ, ,,বিজন রয়।
১৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৪
সান্তুইয়া বলেছেন: প্রকৃতি সহায় থাকে নি, লাক ফেবার করে নি, মামা/চাচা কেউ ছিল না, টাকা নিয়ে ইন্ডাষ্ট্রিজে ঢুকতে হয়, সে সেটা করে নি.সব মিলিয়ে করুণ পরিণতি, যদিও আমার মনে হয় ঘটনাটি সত্য নয় কেননা আনন্দবাজার কত তম সংখ্যায় দেওয়া তার উল্লেখ নেই, আবার সত্যি হতে ও পারে কেননা কিছুদিন আগে একজন ক্রিকেটারের জীবন ও পড়লাম একই পরিণতি..তাই বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে আছি।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৫
চাঁদগাজী বলেছেন:
ভয়ংকর অবস্হা