নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আফনানের নিকেশ জগৎ.....।

আফনান আব্দুল্লাহ্

প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তার আঙ্গুলের ছাপের মতই ভিন্ন। দূর থেকে এক মনে হলেও যতই তার গভীরে যাবে কেউ ততই বৈচিত্রময় বিভিন্নতা পাবে। নিজের জীবনের গল্পে চরে বেড়ানো মানুষগুলো সবাই’ই যার যার জগতে বন্ধী। সহস্র বছর বাঁচতে পারলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আমি শুনতাম।নিজের দেখা জগৎ দেখা আদেখা মানুষদের জগতের সাথে গেঁথে নিতেই লিখি এবং আন্যের লিখা পড়ি। কেউ যদি মিথ্যুক বা ভন্ড না হয় তাহলে তার যে কোন ভিন্ন মতের কারন তার চার পাশের ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, ভিন্ন শিক্ষা। তাই মানুষকে বুজতে হলে তার জগৎটাকে জানতে হবে, তার গল্পগুলো শুনতে হবে।আফনান আব্দুল্লাহ্

আফনান আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক ভরা আজব নামের সব গজব আইডি... :D

২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১১

ফেসবুক ভরা আজব নামের সব গজব আইডি...



.

খেয়াল করেছেন, ফেবুর নীল জগতে বেঁচে উঠেছেন তাবত মৃত জিনিয়াসেরা। রবীন্দ্রনাথ, নজরুল, আইনেস্টাইন সবাই ই আছেন। নিউটনও ফিরেছেন তাঁর আপেল নিয়ে। কল্পিত চরীত্ররাও বাস্তবে হাজীর এখানে হীমু, শুভ্র, মিসির আলী, শার্লক হোম নাম নিয়ে।

.

আছে কাব্যপ্রেমী, গল্পপ্রেমী. ফুল প্রেমী, পাখীপ্রেমীর বহর। তবে এখনো পর্যন্ত মানব প্রেমী কাউকে পাইনি। দেখেছি কত্তগুলো চমৎকার, কিছু অদ্ভুত কুৎসীত, আবার কিছু আজব বিচিত্র চিত্রের আইডি।

.

আবাক হয়ে ভাবতেই হয়, এত্ত্ব আজব নাম, শব্দ মানুষের মাথায় ক্যামনে আসে..! এই সব কেমন আইডি!! ভাইডি!!!



.

হরর্ আইডি::

.

অভিমানি বালকের অতৃপ্ত আত্মা।

ভয়ংকর কফিন (তার প্রফাইলের বিস্তারিত বলা আছে এমন: “I CAN DO ANYTHING at Morgue; Studied at Mental Hospital, Pabna”)

তড়কা রাক্ষসী কংকা

জীবন্ত জীবাশ্ম

ফ্রাংকেনস্টাইনের কুৎসিত দানব

রক্তচক্ষু পিশাচ

অপরাধ জগতের কেমেস্ট্রি

.

কাব্যিক আইডি::

.

প্রহেলিকার মৃত্যু

আমি অবাঞ্ছিত কাল রুদ্র

নিরুপমার নীলকান্না

অর্থাৎ প্রিয়ন্তীর আত্মহত্যা

আলোহীন ল্যাম্পপোস্ট

কবিতার শেষ দুই লাইন

শেষগল্পের সেই ছেলেটি

একাকি একটি ছেলে

অমাত্রিক সমীকরণ

চন্দ্রাতপ প্রাশন (মানে কি আল্লাহই জানে!!)

কাল্পনিক কল্পনা

হ্যালো কষ্ট (রইন্যা )

চরিত্র পুরাই কাল্পনিক

ছায়াবৃক্ষের রাজকন্যা

.

আছে চোর-ছ্যাছড়, ডাকাত আর বেয়াদব ও। নিজেরাই এই সব নাম নিয়ে হাজির…..!::

.

রঘু ডাকাতের বংশধর

মামা এখন টেলেন্টেড বেয়াদব

স্টাইল বিয়াদব ছেলে

অরিজিনাল ডাব চোর (এর প্রো-পিকটা আবার ডাব গাছের নিচে তোলা!!)

একজন মিথ্যুক বালক

.

উদ্ভট আর কিছু আজব আইডি::

.

পিংপাংপুং চিংচাংচুং (অবিশ্বাস্ব হলেও এইটাও একটা আইডির নাম!)

আদরের ছোট সন্তান

মেঘবালিকার দুলাভাই।

Pabnar Tarcera Balok

প্লাজমোডিয়াম ভিভাক্স

অতঃপর মুখোশ

দুঃসাহসী ভীতু

আইডিটা আমার না।

খ্যা খ্যা আদিত

অবিকৃত মস্তিষ্ক

আত্মস্বীকৃত ভিলেন

কালোব্রক্ষ

অভিষেক সর্বজ্ঞ ‎

টুট টুট

কার্লো দ্যা শামসু

ঘ্যাচাং রোমিও

অতঃপর মালু

সন্ধিক্ষনের ক্ষুৎপিপাসু তক্ষশীলা

রিকশার পাইলট

হুতুম পেঁচা সুজা

বিস্কুট পাগলা

দুষ্প্রাপ্য সার্কিট

তেলেভাজা গু।

.

…..এই সব কেমন আইডি!! ভাইডি!!!

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৯

কথিত নীলাম্বরী বলেছেন: আমার নামটটা কেমন

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

নিভু প্রদীপ বলেছেন: awsammmmmmmmmmmmm

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.